মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। তলানিতে এসে ঠেকে দৃশ্যমানতা। কয়েক হাত দূরের জিনিসই দেখা যাচ্ছিল না। ওই অবস্থাতেই যাত্রী নিয়ে যাচ্ছিল ট্যাক্সিটি। উল্টো দিক থেকে আসছিল একটি গাড়ি। কিন্তু কুয়াশার কারণে ট্যাক্সিচালক সামনের গাড়িটির উপস্থিতি শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারেননি। যার ফল হয় মারাত্মক।
advertisement
আরও পড়ুন: আর মাত্র ১ বছরের অপেক্ষা, তারপরই উত্তরবঙ্গ থেকে ট্রেন গিয়ে পৌঁছবে সিকিমে!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একেবারে শেষ মুহূর্তে উল্টো দিকের গাড়িটিকে দেখে ট্যাক্সির মুখ ঘোরানোর চেষ্টা করেন চালক। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে যায় ট্যাক্সি। এই ঘটনায় গুরুতর আহত হন চালক সহ তিনজন। তবে স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত বড় কোনও বিপদ ঘটেনি। তার আগেই এলাকার মানুষ ট্যাক্সি চালক ও দুই যাত্রীকে গাড়ি থেকে বাইরে বের করে আনে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পরে ক্রেনের সাহায্যে পুকুরে পড়ে থাকা গাড়িটিকে উদ্ধার করে বাসন্তী থানাতে নিয়ে আসা হয়।
সুমন সাহা