TRENDING:

South 24 Parganas News: তৈরির কাজ শেষ হলেও এখনও সম্পূর্ণ ভাবে চালু করা হয়নি নলগোড়া সেতু, সমস্যায় মানুষ

Last Updated:

জয়নগর দু'নম্বর ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েতে এলাকার মনি নদীর উপর প্রায় ১৬০ মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া এবং দুদিকে এক মিটার করে ফুটপাত সহ এই সেতুটি নির্মাণ হয়েছে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর দু'নম্বর ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েতে এলাকার মণি নদীর উপর প্রায় ১৬০ মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া এবং দু’দিকে এক মিটার করে ফুটপাত সহ এই সেতুটি নির্মাণ হয়েছে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে।এই নলগোড়া সেতু তৈরির কাজ শেষ হলেও কেন এখনও সম্পূর্ণ ভাবে চালু করা হয়নি সেতুটি?
advertisement

এই সেতুটি চালু হলে মথুরাপুর ও কুলতলীর বিধানসভা বিস্তীর্ণ এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। এখানে মণি নদী প্রায় দেড়শো মিটার চওড়া এই সেতু তৈরি হওয়ার আগে এইসব এলাকার মানুষ দাঁড় টানা নৌকায় পারাপারের করতো৷ তাছাড়া মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য মোটরসাইকেলে পারাপার করতে হত।

আরও পড়ুন North 24 Parganas News: ছেলে আর নেই এখনও জানানো হয়নি মা-কে, লে-তে প্রাণ গেল মধ্যমগ্রামের যুবকের

advertisement

সেই জায়গা থেকে এই সেতু নির্মাণ হওয়ার ফলে এলাকার মানুষের অনেকটাই উপকৃত হয়েছেন৷ কিন্তু সেই সেতু পুরোপুরি ভাবে চালু না হওয়ার জন্য মানুষ সমস্যায় পড়ছে। সরকারিভাবে এই সেতুটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় হুগলির রিভার বীজ কমিশনকে তবে কমিশন সেই কাজের বরাত দিয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তবে এ ব্যাপারে কুলতলীর বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল জানান, নলগোড়া এই সেতুটি বাম আমলে দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এবং কাজগুলি সম্পন্ন করেনি। আমি নির্বাচিত হওয়ার পর সুন্দরবন দফতরে আর্থিক সহযোগিতা এবং এইচ আর বি সি কাজটি করেছিল৷ তাদেরকে নিয়ে বৈঠক করে আমরা ইতিমধ্যে যে অসমাপ্ত কাজ গুলি আছে তার কাজ শুরু করে যত দ্রুত এই কাজ শেষ করে যায়, তাই দেখছি৷ তাড়াতাড়ি সেতুটি চালু হয়ে যায় সব রকম সহযোগিতা ও দ্রুত চেষ্টা করছি।

advertisement

View More

আরও পড়ুন Malda News: আরবি খেজুর ফলছে উত্তরবঙ্গে, রইল লাভজনক এই চাষের হদিশ

পাশাপাশি এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা চাঁদ রজন সরদার জানান, এই সেতুটি তিন বছর ধরে এইরকম ভাবে পড়ে আছে। কোনও গাড়ি এই ব্রিজের উপরে উঠতে পারে না বাইক নিয়ে উঠতে গিয়ে অনেক মানুষ পড়ে গিয়েছে৷ আমরা চাই দুদিকে রাস্তা ঠিক করে দিয়ে সেতুটি চালু করে দিলে প্রচুর মানুষ উপকৃত হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: তৈরির কাজ শেষ হলেও এখনও সম্পূর্ণ ভাবে চালু করা হয়নি নলগোড়া সেতু, সমস্যায় মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল