গঙ্গাসাগর মেলার আগে থেকে এই ভাঙন ঠেকাতে উদ্যোগী হয় প্রশাসন। প্রাথমিকভাবে ঠিক হয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের ২ নং ঘাটের কাছে বসানো হবে এই টেট্রাপড। এরপরও দেখা গিয়েছে ভাঙন চলছে।
এবার আরও বড় আকারে ভাঙন রোধের কাজ শুরু করতে চলেছে প্রশাসন।
আরও পড়ুন ঃ রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে আর ফেরা হল না ব্যক্তির! ভয়ঙ্কর কাণ্ড ডায়মন্ডহারবারে
advertisement
মূলত সাগরের ২ নম্বর স্নানঘাটের দু’দিকে এই কাজ করা হবে। কারণ সারা বছর এই স্নানঘাটে বেশী ভিড় থাকে। আপাতত ২ নং ঘাটের দুদিকে মোট ৪৫০ মিটার এই টেট্রাপড ফেলা হয়। তবে সেসব এখন অতীত। ভরা বর্ষায় তটের ভাঙন চলছে।
সেচ দফতরের কর্মকর্তারা এই ভাঙন রুখতে এলাকা পরিদর্শন করেন। নতুন করে জিও চটের ব্যবহার করে ভাঙন রোখার চেষ্টা করা হচ্ছে। পরে আবার নতুন করে ভাঙন রোধ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গঙ্গাসাগরে সমুদ্রতট বাঁচাতে শুরু হল নতুন পরিকল্পনা