বাইরে থেকে ফুলের গাছ আনা হয়েছে। বসানো হয়েছে একাধিক শৌখিন গাছ। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকমাসের মধ্যে এই পার্কের চিত্র একেবারে বদলে যেতে চলেছে। রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতার উদ্যোগে এই কাজ করা হচ্ছে। মূলত এই বামুনেরচকে রয়েছে একটি পুরানো গীর্জা। এই গীর্জা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এই গীর্জা দেখতে বছরের বিভিন্ন দিন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন।
advertisement
আরও পড়ুনঃ ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল চার পড়ুয়া
এছাড়াও ২৫ শে ডিসেম্বর এই গীর্জা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম হয়। সেজন্য এই গীর্জা প্রাঙ্গণে আগত লোকজনদের আকর্ষণ করতে এই পার্ক তৈরি করা হচ্ছে। এ নিয়ে খাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহানা শেখ জানান এই পার্ক তৈরির কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে পার্কের বাইরে ফেন্সিং এর কাজ শেষ করা হয়েছে। পার্কে গাছ বসানোর কাজও হয়েছে। আগামীতে পার্কের মধ্যে মনোরঞ্জনের জন্য বোটিং সহ একাধিক জিনিসের বন্দোবস্ত করা হবে।
Nawab Mallick