প্রায় ৪০ বছর ধরে প্রতিমা বানাচ্ছেন সোনারপুরের হরহরিতলার তুষ্টুপদ মিশ্র। বসু বাড়ির ঠাকুর দালানেই প্রতিমা তৈরি করছেন তিনি। মহালায়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় পুজো। এই পুজোর পুরোহিত সুনীল চক্রবর্তী জানান তিনি ১৯৭৫ সাল থেকে এই পুজো করে আসছেন। তিনি নিজে না দেখলেও তার বাবা এই বাড়ির পুজোতে নেতাজীকে দেখেছেন। বসু পরিবারের প্রতিবেশী ও রাজপুর সোনারপুর পুরসভার বর্তমান পুরপ্রধান পল্লব দাস জানান ছোটবেলা থেকে যেটা দেখে আসছি আজও সাবেকিপ্রথা মেনে ঐতিহ্য অনুযায়ী বসু পরিবারের পুজোর আয়োজন করা হয়৷ I একটা সময় যখন সর্বজনীন পুজো ছিলনা সেই সময় বনেদি বাড়ির পুজোগুলো মূলত অঞ্চলের কেন্দ্রবিন্দু হয়ে হয়ে থাকতো দুর্গাপূজো বা শারদ উৎসব। এই যে দুর্গা দালান টা দেখছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর তার বাবা জানকীনাথ বসু তার বাবা, হরনাথ বসু সেই আমল থেকেই এটা আছে এবং পুজো হয়ে আসছে। নেতাজীর বাড়ির পুজো দেখতে ভিড় জমান এলাকার অনেকে মানুষ। পাশাপাশি তিনি বলেন পুরানো সাবেকি মেনেই মহালয়ার দিন দেবীর বোধন বসে তারপর ষষ্ঠী থেকে পুজো শুরু হয়। আমরা ছোট থেকেই দেখে আসি এই পুজোর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর বহু স্মৃতি জড়িত পুজোর সময় তিনি দেশের বাইরে বা জেলের মধ্যে না থাকলে তিনি এখানে আসতেন।
advertisement
সুমন সাহা