'ইতনা গুস্সা কিঁউ?...' নেতাজি ইনডোর থেকে হুঙ্কার মমতার! কেন্দ্রের আমন্ত্রণ নিয়ে দাগলেন তোপ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর 'মন কী বাত' থেকে নেতাজির সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। কার্যত কেন্দ্রকে উদ্দেশ্য করে মমতা বলেন, 'ইতনা গুস্সা কিউঁ' এত রাগ কেন?'
#কলকাতা: ফের নেতাজি ইনডোর স্টেডিয়ামের সমাবেশ থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর 'মন কী বাত' থেকে নেতাজির সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। কার্যত কেন্দ্রকে উদ্দেশ্য করে মমতা বলেন, 'ইতনা গুস্সা কিউঁ' এতো রাগ কেন?'
প্রধানমন্ত্রী আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করবেন দিল্লিতে তার আগেই মুখ্যমন্ত্রী নেতাজির স্ট্যাচুতে শ্রদ্ধা নিবেদন করেন আজ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে আন্ডার সেক্রেটারি মারফত একটি চিঠি পাঠানো হয়। দিল্লিতে নেতাজির স্ট্যাচু উদ্বোধন নিয়ে আমাদের কিছু জানানোই সেভাবে হয়নি। মুখ্য সচিব উত্তর দিয়েছেন।" একজন মুখ্যমন্ত্রীকে নিয়ম মেনে আমন্ত্রণ জানানো হয়নি কেন সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্র্রী।
advertisement
মমতার প্রশ্ন, "এতো রাগ কীসের? একজন মন্ত্রীকে দিয়ে কেন আমন্ত্রণ পাঠানো হল না? এটা আমাদের রাজ্যের সম্মানের প্রশ্ন।" মমতার কথায়, "আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে এলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।'মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সেই চিঠির পালটা চিঠিও ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।
advertisement
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে তাঁর হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধনও করেন মোদি। কথা ছিল ১৫ আগস্টের মধ্যে গ্রানাইটের মূর্তির উদ্বোধন হবে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। মাঝে হলোগ্রামেরও খোঁজ মিলছিল না। যা নিয়ে আগেও সরব হয়েছে তৃণমূল। এদিন মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘ওরা তো নেতাজির মূর্তি ভেঙে দিয়েছে দিল্লিতে।’
advertisement
মমতা আরও বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছেন দিল্লিতে। আমাদের তো কিছু জানানো হয়নি? আমার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। কিন্তু আমাকে তো আমন্ত্রণ জানানো হয়নি। তাই আমি আজ আগেই শ্রদ্ধা জানিয়ে এসেছি নেতাজিকে। দিল্লি তো জানাবেই। তার আগে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 08, 2022 2:15 PM IST