সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। কিন্তু তাঁর বাড়ি কোথায়, কী ভাবেই বা তিনি বকখালি এলেন, এ সব প্রশ্নের ঠিকঠাক উত্তর মিলছিল না কিছুতেই। তাঁকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়ে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর সহযোগিতায় অবশেষে সেই ব্যক্তির বাড়ির সন্ধান মেলে।
আরও পড়ুন: এবার কি মোঘলাই পরোটার নামও বদলে দেবে বিজেপি? নামবদলের রাজনীতি নিয়ে কটাক্ষ তৃণমূলের
advertisement
আরও পড়ুন: পর পর দু'রাউন্ড গুলি, বুকে হাত দিয়ে গাড়িতে লুটিয়ে পড়লেন মন্ত্রী, প্রকাশ্যে ভিডিও
ভিন দেশের বাসিন্দা সেই ব্যক্তির নাম রাম বাহাদুর। তিনি নেপালের বাসিন্দা। ওই ব্যক্তি কথা বলছিলেন নেপালি ভাষায়। নিজের বিষয়ে তথ্য দিতে পারলেও এলোমেলো করে দিচ্ছিলেন সবটাই। রাম বাহাদুরের বাড়ি নেপালের জনকপুরে দুধ হাউলীতে। জানা যায়, তাঁর মা-বাবা মারা গিয়েছেন অনেক বছর আগেই। তখন থেকেই এই যুবক কোথায় আছেন, প্রতিবেশীরা তা কেউই জানেন না। নেপালের কনসুলেটং জেনারেল জনান, নেপালি এক স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা তাঁকে অতি দ্রুতবাড়িতে ফেরত পাঠানো হবে l
সুমন সাহা






