আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হজরত গাজি (৪০)। তাঁর বাড়ি দুর্গাপুরে। পেশায় দর্জি হজরত এ দিন সকালে কাজে বেরিয়েছিলেন। সেই সময় দুর্গাপুর পেট্রল পাম্পের কাছে প্রকাশ্যেই ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় সইদুল গাজি। এলোপাথাড়ি কোপ মেরে জয়নগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। এ দিকে রক্তাক্ত হজরতকে স্থানীয় বাসিন্দারা পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। পুলিশ জানিয়েছে, ধৃত সইদুল মৃত হজরতের প্রতিবেশী। ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা বলে অনুমান পুলিশের।সাত সকালে এভাবে প্রকাশ্য দিবালোকে খুন দেখে চিন্তিত এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ
তবে পরিবারের তরফ থেকে এই খুনের অভিযোগ যে হজরত গাজির স্ত্রী সঙ্গে সইদুল গাজির অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছে বলে দাবি পরিবার সূত্রে।পাশাপাশি পুলিশের প্রাথমিক তদন্তে তাদের অনুমান অভিযুক্ত হজরতের সঙ্গে সইদুলের কোন টাকা পয়সা লেনদেন হত কিনা এবং তার জেরে এই খুন কিনা, সে বিষয়টি তদন্ত করছে জয়নগর থানার পুলিশ।খবর পেয়ে জয়নগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সুমন সাহা