দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত অঞ্চলের মুকুন্দপুর এলাকার এক চাষী দীপক কাঙ্গাল তিনি জানান চড়া সুদে ঋণ নিয়ে বিঘার পর বিঘা জমিতে আমরা সবজি চাষ করেছি। আর কয়েক দিনের মধ্যে এই সবজি আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি তা থেকে যা উপার্জন হয়। আমরা আমাদের দেনা শোধ করার পাশাপাশি এই টাকা দিয়েই আমরা আমাদের সংসার চলে। এভাবে প্রাকৃতিক দুর্যোগ নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ায় সেই সব জমিতে জল জমে গিয়েছে কীভাবে আমরা এই গাছগুলি বাঁচিয়ে রাখবো সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছি আমরা।
advertisement
নিম্নচাপের প্রভাবে ক্রমাগত এভাবে বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় ধান গাছ এবং সব্জি চাষিরা কিভাবে রক্ষা করবেন তার উপায় জানালেন নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী চন্দন মণ্ডল।
আরও পড়ুন: East Medinipur News: একটানা আর দিঘা যাত্রা করতে হবে না, পথই আরাম করুন এই জায়গায়, রইল হদিশ
তিনি জানালেন এই বৃষ্টিতে সবজি চাষে প্রচন্ড ক্ষতি করে দিচ্ছে । তবে যেখানে ঢেঁড়স গাছের গোড়ায় জল জমলে খুব একটা ক্ষতি হবে না। কিন্তু যেখানে টমেটো ছাড়া অন্যান্য সবজি অনেকে চাষ করেছেন তাদের ক্ষেত্রে জমির পাড়েও বাগানে সেই সব্জি কিন্তু নষ্ট হয়ে যাবে এই বৃষ্টির ফলে। তার জন্য যথাযথ পরামর্শ নিতে হবে।
পাশাপাশি এই বৃষ্টির জন্য পরবর্তী ফসলের জন্য জমি তৈরি করতে অনেকটাই পিছিয়ে যাবে তার জন্য কিন্তু আমাদের ভীষণভাবে পরামর্শ নেওয়া দরকার। এই বর্ষার পরেই একটু রোদ এলে মাটি কুপিয়ে বা একটা দিয়ে মাটিগুলো উল্টে দেওয়া খুব প্রয়োজন। যার ফলে মাটি জমা জল শুকিয়ে আসবে এবং তার সাথে সাথে জৈব সার এবং রোগনাশক ব্যবহার করে জমি তৈরি করে নিতে হবে।
সুমন সাহা