গঙ্গাসাগর মেলায় প্রতিবছর ভিড় করেন কয়েক লক্ষ মানুষ। তার মধ্যে বহু সাধু-সন্ন্যাসীও আছেন। মন্দিরের পাশে রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা আখড়ায়, মেলার ক'দিন, আস্তানা গাড়েন তারা। মেলায় আসা মানুষজন স্নান সেরে কপিল মুনির আশ্রম মন্দিরে পুজো দিয়ে সাধুদের কাছে ভিড় করেন। আশীর্বাদ নেন, নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সমাধানের নানা পথ বাতলে দিয়ে প্রণামী অর্জন হয় সাধু-সন্তদের (Gangasagar Mela 2022)। কিন্তু এই বছর সে ভাবে ভিড় হয়নি গঙ্গাসাগর মেলায়। যে কারণে মেলেনি তেমন প্রণামীর টাকা। আর এতেই বেজায় ক্ষুব্ধ ভিন রাজ্য থেকে আসা সাধু-সন্তরা। মেলা চত্বরে এদিন দেখা গেল, কখনও বোতল ভর্তি জল ছুঁড়ে মারছেন দর্শনার্থীদের উদ্দেশ্যে, আবার কখনও অকথ্য ভাষা ব্যবহার করছেন আখড়ার পাশ দিয়ে হেঁটে যাওয়া দর্শনার্থীদের উদ্দেশ্যে। এমন ব্যবহারে অসন্তুষ্ট মেলায় আগত সাধারণ মানুষ।
advertisement
করোনার তৃতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের শর্তসাপেক্ষে এবার গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হচ্ছে (Gangasagar Mela 2022)। সেইমতো একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মেলায় সাধুদের বসার পাশের জায়গা ঘিরে দিয়েছে পুলিশ। এতে করে সাধারণ মানুষ তাঁদের একদম কাছে যেতে পারছেন না। ফলে রুজিতে টান পড়েছে। সাধারণ মানুষ সেলফি তুলতে গেলেই জল ছুঁড়ে দিচ্ছেন। কেন এই রূপ ব্যবহার! জিজ্ঞাসা করতেই বেজায় চটে উঠলেন এক নাগা সন্ন্যাসী। তাদের বক্তব্য, সাধুদের করোনা ধরতে পারবে না। শুধু শুধুই পুলিশ প্রশাসনের এত কড়া নজরদারি। বেছে বেছে তাদেরই সমস্যায় ফেলা হচ্ছে। তাই সাধারণ মানুষ তাদের কাছে যেতে পারছেন না। প্রশাসনের ওপর দায় চাপিয়ে, মাস্ক ব্যবহারেও তাদের রয়েছে অনীহা।
অপরদিকে, অলিভিয়া রায় চৌধুরি নামে এক মহিলা দর্শনার্থীর কথায়, "সাধুদের এই ধরনের আচরণ কাম্য নয়। ওনারা আশীর্বাদ দেওয়ার বদলে বোতলের জল ছুঁড়ে মোবাইল, জামাকাপড় নষ্ট করে দিচ্ছেন। কদর্য ভাষা ব্যবহার করছেন। উপরন্তু মাস্ক ব্যবহারও করছেন না"।
এবছর গঙ্গাসাগর মেলায় গিয়ে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এরপরই, প্রশ্ন উঠেছে তবে কি ধর্মের নামে ব্যবসা-ই এক শ্রেণির সাধুসন্তদের লক্ষ্য!
Rudra Narayan Roy