এই গ্রামের বাসিন্দা রাজেন্দ্রনাথ ক্ষেত্রির ৫ মাসের সন্তান ইশানের অন্নপ্রাশন ছিল। সেই উপলক্ষে বাড়িতে চলছিল ভুরিভোজের আয়োজন। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে গমগম করছিল অনুষ্ঠান বাড়ি। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের আগুন তাঁদের সব আনন্দই মুছে দিয়েছে। বুধবার ভোরে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, কেউ বা কারা অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য তৈরি প্যান্ডেলে আগুন লাগিয়ে দিয়েছে। পুরো প্যান্ডেলটাই পুড়ে গিয়েছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
ক্ষেত্রি পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় রামনগর থানায়। প্যান্ডেল ভস্মীভূত হয়ে যাওয়ায় আমন্ত্রিত অতিথিদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় বাড়ির তেঁতুল গাছের তলায়। ক্ষেত্রি পরিবারের মতে, তাঁদের ক্ষতি করতে কেউ বা কারা পরিকল্পনা করে এমনটা করেছে। তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
আনিশ উদ্দিন মোল্লা