TRENDING:

South 24 Parganas News: অন্নপ্রাশনের দিন ভোরে পুড়ে ছাই প্যান্ডেল, তেঁতুল গাছের তলায় খাওয়া-দাওয়া সারলেন অতিথিরা

Last Updated:

রাজেন্দ্রনাথ ক্ষেত্রির ৫ মাসের সন্তান ইশানের অন্নপ্রাশন ছিল। সেই উপলক্ষে বাড়িতে চলছিল ভুরিভোজের আয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ছেলের অন্নপ্রাশন উপলক্ষে দু'দিন আগে থেকে চলছিল প্যান্ডেল বাঁধার কাজ। সেই সঙ্গে অন্যান্য প্রস্তুতিও মোটামুটি সারা। বুধবার সকাল থেকেই বাড়িতে আসতে শুরু করবেন অতিথিরা। তাই মনে আনন্দ নিয়েই মঙ্গলবার রাতে ঘুমোতে গিয়েছিল গোটা পরিবার। কিন্তু অভিজ্ঞতা সুখকর হল না। কিন্তু বুধবার ভোরে ঘুম থেকে উঠে মাথায় হাত সবার। দেখলেন অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য তৈরি প্যান্ডেল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। ডায়মন্ডহারবারের দক্ষিণ খর্দ্দ গ্রামের ঘটনা।
advertisement

এই গ্রামের বাসিন্দা রাজেন্দ্রনাথ ক্ষেত্রির ৫ মাসের সন্তান ইশানের অন্নপ্রাশন ছিল। সেই উপলক্ষে বাড়িতে চলছিল ভুরিভোজের আয়োজন। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে গমগম করছিল অনুষ্ঠান বাড়ি। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের আগুন তাঁদের সব আনন্দই মুছে দিয়েছে। বুধবার ভোরে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, কেউ বা কারা অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য তৈরি প্যান্ডেলে আগুন লাগিয়ে দিয়েছে। পুরো প্যান্ডেলটাই পুড়ে গিয়েছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

advertisement

আরও পড়ুন: লালবাতি লাগানো গাড়ি নিয়ে এসে দম্পতিকে মারধর, বধূর শ্লীলতাহানি! কালনায় দাপিয়ে বেড়াল ড্রাইভার ভোলা

ক্ষেত্রি পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় রামনগর থানায়। প্যান্ডেল ভস্মীভূত হয়ে যাওয়ায় আমন্ত্রিত অতিথিদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় বাড়ির তেঁতুল গাছের তলায়। ক্ষেত্রি পরিবারের মতে, তাঁদের ক্ষতি করতে কেউ বা কারা পরিকল্পনা করে এমনটা করেছে। তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আনিশ উদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অন্নপ্রাশনের দিন ভোরে পুড়ে ছাই প্যান্ডেল, তেঁতুল গাছের তলায় খাওয়া-দাওয়া সারলেন অতিথিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল