TRENDING:

Duare Doctor: দুয়ারে ডাক্তারের ক্যাম্পে ট্রিটমেন্ট করালেন স্বয়ং মন্ত্রী

Last Updated:

দুয়ারে ডাক্তারের ক্যাম্পে হাজির মন্ত্রী, করালেন নিজের ট্রিটমেন্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চলছে 'দুয়ারে ডাক্তার' কর্মসূচি। সাগরেও পৌঁছে গিয়েছেন এস‌এসকেএম হাসপাতালের চিকিৎসকরা। আর সেখানে চিকিৎসা পরিষেবা নিতে উপস্থিত হলেন খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁকে দেখে খুশি হন শিবিরের আশায় স্থানীয় বাসিন্দারা।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী 
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী 
advertisement

উল্লেখ্য, রাজ্যজুড়ে বিভিন্ন ব্লকে শুরু হয়েছে এই দুয়ারে ডাক্তার কর্মসূচির কাজ। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষকে জটিল রোগের চিকিৎসার জন্য দূরের বড় হাসপাতালে যেতে হচ্ছে না। খোদ চিকিৎসক পৌঁছে যাচ্ছেন বাড়ির দোরগোড়ায়।

আরও পড়ুন: ফাঁকা মাঠে শূন্যে গুলি ছুড়ছে পুলিশ, চাক্ষুষ করল জনতা

সাগরের জিলিপি মোড়ে 'দুয়ারে ডাক্তারের' একটি ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে এসএসকেএম থেকে চিকিৎসকরা এসেছিলেন। সেই ক্যাম্পেই উপস্থিত হয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজের সাস্থ্য পরীক্ষা করান। এরপর বেশ কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

advertisement

সেই সময় ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, বিএওএইচ অংশুমান বোস সহ আরও অন্যান্য আধিকারিকগণ। দুয়ারে ডাক্তারের ক্যাম্পে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে চিকিৎসা করাতে দেখে সআড়আ পড়ে যায়। উল্লেখ্য দু'দিন এই ক্যাম্প চলবে। এই ক্যাম্প থেকে চর্মরোগ, ফুসফুসের বিভিন্ন সমস্যা, শিশুরোগ সহ একাধিক জটিল রোগের চিকিৎসা করা হচ্ছে‌। এতদিন এই সমস্ত রোগের চিকিৎসা করাতে এখানকার বাসিন্দাদের প্রায় ৭৫ থেকে ৮০ কিমি দূরের হাসপাতালের উপর নির্ভর করতে হত। তবে এবার হাতের কাছে চিকিৎসক আসায় খুশি সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Duare Doctor: দুয়ারে ডাক্তারের ক্যাম্পে ট্রিটমেন্ট করালেন স্বয়ং মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল