South 24 Parganas News:  ফাঁকা মাঠে শূন্যে গুলি ছুড়ছে পুলিশ, চাক্ষুষ করল জনতা

Last Updated:

ফাঁকা খেলার মাঠে হঠাৎ গুলি ছুড়ছে পুলিশ! ব্যাপারটা কী? আর কিছুই নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল পুলিশ কর্মীদের। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এলাকার মানুষ

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ঠেকাতে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণ। নির্বাচনের সময় কোন‌ও গুরুতর পরিস্থিতি তৈরি হলে কীভাবে তার মোকাবিলা করতে হবে সেটা হাতে-কলমে শেখাতে প্রতিটি থানার পুলিশ কর্মীদের নিয়ে আয়োজিত হল বিশেষ প্রশিক্ষন শিবির। জয়নগর থানার মনসাতলা এলাকার ফাঁকা মাঠে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। এদিকে পুলিশের হাতে-কলমে প্রশিক্ষণ দেখতে মাঠের পাশের ঢোষা গোচরন রোডের উপর ভিড় করে এলাকার মানুষ।
শুক্রবার বারুইপুর পুলিশ জেলার বিশেষ প্রশিক্ষকেরা জয়নগর থানার পুলিশ কর্মীদের প্রশিক্ষন দেন। এই শিবিরে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি। পঞ্চায়েত নির্বাচনের সময় কোথাও কোনও গন্ডগোল হলে কীভাবে রাইফেল, বন্দুক, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালিয়ে শত্রু পক্ষকে কাহিল করতে হবে সেই বিষয়টি হাতে-কলমে শেখানো হয়। এছাড়াও কাঁদানে গ্যাস কী ভাবে ব্যবহার করতে হবে তাও দেখানো হয়। এর ফলে ফাঁকা মাঠে শুটিং প্র্যাকটিসের জন্য বন্দুক থেকে গুলি ছোড়েন পুলিশকর্মীরা। যা দেখে খুশি এলাকার মানুষ।
advertisement
advertisement
এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে বেশ খুশি জয়নগর থানার পুলিশ কর্মীরা। ইতিমধ্যে বারুইপুর পুলিশ জেলার কুলতলি, মৈপীঠ উপকূল সহ ১২ টি থানা এলাকার পুলিশ কর্মীদের এই বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়েছে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News:  ফাঁকা মাঠে শূন্যে গুলি ছুড়ছে পুলিশ, চাক্ষুষ করল জনতা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement