TRENDING:

South 24 Parganas News: ৫২ বছর ধরে বাংলার বুকে আয়োজিত হচ্ছে ফুটবলের মিনি বিশ্বকাপ! কোথায় জানেন?

Last Updated:

মহা ধুমধাম করে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে আয়োজিত হল মিনি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল প্রতিযোগিতা ঘিরে রীতিমতো উৎসবের চেহারা নিয়ে ছিল গোটা এলাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় বিশ্বকাপ ফুটবল! চমকে গেলেন, নাকি ভাবছেন আজেবাজে কথা? অবাক হলেও এটাই সত্যি। এবং তাও আবার কলকাতায় নয়, আয়োজিত হল গ্রাম বাংলার জয়নগরে। গত ৫২ বছর ধরে সেখানে মিনি বিশ্বকাপ ফুটবল চলছে।
advertisement

আরও পড়ুন: আলু-পটলের মত কেজি দরে বিকোচ্ছে কম্বল! শীত পড়ার আগেই মস্ত চমক

দেড় লক্ষ টাকা পুরস্কার মূল্যের মিনি ফুটবল বিশ্বকাপ হয়ে গেল জয়নগরে। এখানকার বহড়ু হাসিমপুর কল্যাণ সংঘ দীর্ঘ ৫২ বছর ধরে মিনি ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজন করে আসছে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এই খেলাকে ঘিরে গোটা এলাকা কার্যত উৎসবের চেহারা নেয়, ঘটা করে মেলা বসে সেখানে।

advertisement

দু’দিনের এই মিনি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা করেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে ৩২ টি টিম এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। জয়নগরের সাংসদ আতসবাজি ফাটিয়ে ও বলে শট মেরে এই খেলার সূচনা করেন। সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, আমি এখানে এসে দেখলাম সব বিভেদ ভুলে সব ধর্মের মানুষ খেলায় অংশ নিয়েছে। এই খেলা যেন এক মহা মিলন ঘটিয়েছে। গত ১০ বছর তিনি জয়নগরের সাংসদ। প্রতিবছরই এই ফুটবল প্রতিযোগিতায় আসেন বলে জানিয়েছেন। পাশাপাশি যুব সমাজকে আরও বেশি করে খেলাধুলো করার পরামর্শ দেন সাংসদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ৫২ বছর ধরে বাংলার বুকে আয়োজিত হচ্ছে ফুটবলের মিনি বিশ্বকাপ! কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল