Jalpaiguri News: আলু-পটলের মত কেজি দরে বিকোচ্ছে কম্বল! শীত পড়ার আগেই মস্ত চমক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শীত পড়ব পড়ব করছে, কিন্তু এখনও আসেনি। কিন্তু তার আগেই জলপাইগুড়ি শহরে দেখা গেল কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল
জলপাইগুড়ি: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই উমার বিদায়ের পরও উৎসবের রেশ কাটেনি। সামনেই কালীপুজো। তাকে ঘিরে যখন উৎসবের পারদ চড়তে শুরু করেছে ঠিক সেই সময় জলপাইগুড়ি শহরে তাপমাত্রার পারদ নিন্মগামী। শীত এখন দোরগোড়ায় এসে উপস্থিত। শীতের আমেজ পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। এরই মধ্যে ভিন দেশ ও রাজ্যের রকমারি কম্বল নিয়ে শহরে হাজির উত্তরপ্রদেশের যুবকরা। রাস্তার দু’ধারে ঢেলে কম্বলের পসরা সাজিয়ে বসেছেন তাঁরা। মাত্র ২৭০ টাকা কেজি দরে দেদার বিকোচ্ছে কম্বলগুলি।
আরও পড়ুন: ডিলারের আকাল, মাসের রেশন সময়ে মিলবে তো!
আলু-পটলের মত কেজি দরে কম্বল বিক্রি হচ্ছে শুনে অবাক হয়ে যাচ্ছেন? এই মুহূর্তে জলপাইগুড়ি শহরে এলে এই দৃশ্য দেখতে পাবেন।
advertisement
নতুন ধরনের পোশাকের সঙ্গে নানান ডিজাইনের আরামদায়ক হালকা কম্বলের চল বেশ কিছু দিন ধরেই শুরু হয়েছে। ঝাঁ চকচকে দোকানের সঙ্গে শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তার পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্র ও কম্বল বিক্রির দোকান। এই দোকানগুলোতে দেখা মেলে দুবাই, কাতারের মত বিদেশী কম্বলের। পাশে থাকছে ইউপি-লুধিয়ানা থেকে নিয়ে আসা বিভিন্ন সাইজের কম্বল। ভিন দেশ ও ভিন রাজ্যের এই কম্বলগুলির দাম সাধ্যের মধ্যে থাকায় দোকানগুলির সামনে ক্রেতাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 2:06 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আলু-পটলের মত কেজি দরে বিকোচ্ছে কম্বল! শীত পড়ার আগেই মস্ত চমক