তবে পশ্চিমবঙ্গে সাধারণত মিলেট চাষ হয়না। এই মিলেটের বিভিন্ন গুণ সম্বন্ধে সচেতন করার পর পশ্চিমবঙ্গের কৃষকদের এই চাষ সম্বন্ধে অবহিত করা হবে। ডায়মন্ডহারবারের মশাটে এই মিলেট মেলায় এই মিলেট প্রদর্শন করা হয়েছে। যা দেখতে সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই মিলেট প্রদর্শনের আয়োজন করা হয়।
advertisement
এ নিয়ে ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের ডিওয়াইসি অশোক সাহা জানান, ২০২৩ সালকে রাষ্ট্রসংঘের সাধারণ সভা আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করেছে। তারই ফলশ্রুতি হিসাবে এই মিলেট নিয়ে লাগাতার প্রচার করা হচ্ছে।
এই প্রচারে সাধরণ মানুষজনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ডায়মন্ডহারবারের মশাটে মিলেট মেলাতে উপস্থিত হয়েছিলেন প্রভাস মন্ডল। তিনি এই মিলেট চাষ করে উপকার পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। আগামীদিনে সমাজে মিলেটের ব্যবহার বাড়াতে তাঁরা বদ্ধপরিকর বলে তাঁরা জানিয়েছেন।
নবাব মল্লিক





