এর ফলে মাসের একাধিক দিন জেলার বিভিন্ন বিডিও অফিসগুলিতে বিক্ষোভ দেখাচ্ছে তারা। মিড ডে মিল কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেনা বলে অভিযোগ তুলেছেন তাঁরা।মিড ডে মিল কর্মীদের মূলত দাবিগুলি হল বছরে ২৪ দিন সবেতন ছুটি দিতে হবে। বেতন বৃদ্ধি সহ প্রতি মাসের বেতন নির্দিষ্ট সময়ে দিতে হবে। গরম ও শীতকালের জন্য ২ ধরণের পোষাক বছরে ২ সেট দিতে হবে। মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মচারী হিসাবে গণ্য করতে হবে। এই সমস্ত দাবি নিয়েই বিক্ষোভে সামিল হয়েছে তারা।
advertisement
আরও পড়ুনঃ উদ্ধার ছ'টি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ, গ্রেফতার এক
সম্প্রতি নামখানায় এই উপলক্ষে বিক্ষোভ দেখান মিডডে মিল কর্মীরা। শুধুমাত্র নামখানা নয় এই ১৩ দফা দাবি নিয়ে জেলা জুড়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে মিড ডে মিল কর্মীরা। মিড ডে মিল কর্মী ইউনিয়নের দাবিদাওয়া না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ নিয়ে মিড ডে মিল কর্মী ইউনিয়নের সম্পাদিকা শম্পা পাল মন্ডল জানান এই বিক্ষোভ তাদের বাঁচার লড়াই।
আরও পড়ুনঃ পালিয়ে বিয়ে করতে গিয়ে নতুন সংসারের পরিবর্তে ঠিকানা হল শ্রীঘর! জানুন আসল ঘটনা
এই লড়াইয়ে মিড ডে মিলের সমস্ত কর্মীরা অংশগ্রহণ করেছেন। বর্তমানে বছরে ১০ মাসের বেতন দেওয়া হয় তাঁদের। তাঁরা চাইছেন ১০ মাস নয় তাঁদরকে ১২ মাসের বেতন দিতে হবে। এছাড়াও তাঁদের বেতন বৃদ্ধি করতে হবে। এছাড়াও বিগত দিনগুলির বকেয়া টাকা প্রদান করার দাবিও তুলেছেন তাঁরা। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
Nawab Mallick