South 24 Parganas News: পালিয়ে বিয়ে করতে গিয়ে নতুন সংসারের পরিবর্তে ঠিকানা হল শ্রীঘর! জানুন আসল ঘটনা

Last Updated:

পালিয়ে বিয়ে করতে গিয়ে নতুন সংসারের পরিবর্তে ঠিকানা হলো শ্রীঘর। আইনি জটিলতায় মুহূর্তের মধ্যে বিয়ের আসর থেকে ছিটকে গেল পাত্র পাত্রী। নাবালিকা পাত্রীর ঠিকানা এখন সরকারী হোম, আর নাবালক পাত্র রইলো পুলিশি হেফাজতে।

#জয়নগর : পালিয়ে বিয়ে করতে গিয়ে নতুন সংসারের পরিবর্তে ঠিকানা হলো শ্রীঘর। আইনি জটিলতায় মুহূর্তের মধ্যে বিয়ের আসর থেকে ছিটকে গেল পাত্র পাত্রী। নাবালিকা পাত্রীর ঠিকানা এখন সরকারী হোম, আর নাবালক পাত্র রইলো পুলিশি হেফাজতে। ঘটনার সূত্রপাত এদিন সন্ধ্যায়। ঐদিন ডায়মন্ড হারবারের এক নাবালক তার নাবালিকা সঙ্গীকে নিয়ে জয়নগর থানার অন্তর্গত হোগলা বানেশ্বরপুরে তার দিদির বাড়িতে হাজির হয়। জানা যায় তার প্রেমিকার বাড়ির জীবনতলা থানার নাগরতলা গ্রামে। দিদির বাড়িতেই শুরু হয় পালিয়ে আসা দুই নাবালক নাবালিকার বিয়ের অনুষ্ঠান।
আর এই খবর গোপনে পৌঁছে যায় জয়নগর থানার পুলিশের কাছে। সোমবার রাতেই জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে জয়নগর থানার অন্তর্গত হোগলা বানেশ্বরপুরে একটি বাড়িতে অপ্রাপ্ত বয়স্ক একটি ছেলে ও একটি মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে । সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে সাথে সাথে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বিয়ের আসর থেকে অপ্রাপ্তবয়স্ক পাত্র-পাত্রীকে তুলে আনে এবং পাশাপাশি পাত্রের জামাইবাবু দেবরাজ মন্ডল এবং কাকা নেপাল মন্ডল কে গ্রেফতারকরে।
advertisement
আরও পড়ুনঃ গুলিবিদ্ধ হয়েছে ছেলে! নরেন্দ্রপুরের বাড়িতে উৎকণ্ঠা
মঙ্গলবার সকালে ধৃত নাবালক পাত্র সহ তার জামাইবাবু দেবরাজ মন্ডল ও নেপাল মণ্ডল কে জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়। এভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেন নাবালক পাত্র ও নাবালিকা পাত্রীর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল কাকা এবং জামাইবাবু তা জানার চেষ্টা করছে পুলিশ। নাবালক পাত্র সহ তার জামাইবাবু ও কাকাকে বারুইপুর আদালতে পাঠানো হয় এবং নাবালিকাকে হোমে পাঠানো হয়।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পালিয়ে বিয়ে করতে গিয়ে নতুন সংসারের পরিবর্তে ঠিকানা হল শ্রীঘর! জানুন আসল ঘটনা
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement