আরও পড়ুন: জারে কেউটে সাপের বাচ্চা ভরে থানায় হাজির নাবালক!
লক্ষীকান্তপুর নট্যের মাঠে এই ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে ক্যারাটে শেখার পর জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয় অয়ন নস্কর। রেণুকা নস্কর ও বৃষ্টি পাল নামের দুই কিশোরীও সাফল্য পায়।আর এরপরেই তাদেরকে নিয়ে একটি মেগা-শোয়ের আয়োজন করা হয় লক্ষীকান্তপুরে। সেখানে ক্যারাটের বিভিন্ন কলাকৌশল দেখানো হয়। এই সাফল্যলাভের পর অনেকেই এই প্রশিক্ষণ শিবিরে তাদের ছেলেমেয়েদের ভর্তি করতে আসছে বলে জানিয়েছেন প্রশিক্ষক সুকুমার নস্কর।
advertisement
আরও পড়ুন: দুর্ঘটনা ‘টার্নিং পয়েন্ট’…! সফল ক্রিকেটারের স্বপ্ন ছেড়ে আজ বাইক রেসার হাওড়ার সায়ক! চমকে দেওয়া গল্প
২০১৭ থেকে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন সুকুমার নস্কর। দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্য মিলেছে তাতেই খুশি তিনি। খুশি স্থানীয় বাসিন্দারা। জাতীয় স্তরে সাফল্য মেলার পর বিদেশে খেলতে চায় ছাত্র-ছাত্রীরা।এখন ছাত্র-ছাত্রীদের সেভাবেই তৈরি করছেন তিনি। ক্যারাটে শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আত্মনির্ভর হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যা সমাজে খুবই জরুরি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেজন্য দিন দিন এই ক্যারাটে প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন অনেক অভিভাবকই। তারমধ্যে এই খবর সেইসব অভিভাবকদের মুখে হাসি ফোটাবে।
নবাব মল্লিক