South 24 Parganas News: জারে কেউটে সাপের বাচ্চা ভরে থানায় হাজির নাবালক!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সাপ বাঁচাতে জাল থেকে কেউটের বাচ্চাকে ছাড়িয়ে একটি প্লাস্টিকের জারে ভরে ফেলে। এরপর সাপ নিয়ে কী করবে বুঝতে না পেরে সাপটিকে নিয়ে সোজা কাকদ্বীপ থানায় ঢুকে পড়ে ওই নাবালাক
দক্ষিণ ২৪ পরগনা: বয়স মাত্র ১০ বছর। স্কুলের পাঠ্যবইতে পড়েছে সাপ পরিবেশের বন্ধু। আর সেখান থেকেই পরিবেশের স্বার্থে সাপ বাঁচানোর কথা মাথায় আসে কাকদ্বীপের পুকুরবেড়িয়ার ওই নাবালকের। একটি কেউটে সাপের বাচ্চাকে বাঁচাতে তাকে জারে ভরে নিয়ে সোজা হাজির হয় থানায়।
আরও পড়ুন: মাঠে নেমে কৃষকদের সঙ্গে কী করছেন এই সাংসদ!
কাকদ্বীপ নদীমাতৃক এলাকা। এখানকার বেশিরভাগ বাসিন্দা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ছোট থেকে জাল দিয়ে মাছ ধরা দেখেছে ওই শিশু। সেই মাছ ধরার জালে মাঝে মধ্যেই জড়িয়ে পড়ে সাপ। অধিকাংশ সময়ে জালে জড়িয়ে পড়া সাপের মৃত্যু হয়। এদিকে সাপকে বাঁচানো প্রয়োজন এই কথা সে পাঠ্য বইয়ে পড়েছে। আর তাই সাপ বাঁচাতে জাল থেকে কেউটের বাচ্চাকে ছাড়িয়ে একটি প্লাস্টিকের জারে ভরে ফেলে। এরপর সাপ নিয়ে কী করবে বুঝতে না পেরে সাপটিকে নিয়ে সোজা কাকদ্বীপ থানায় ঢুকে পড়ে ওই নাবালাক। তা দেখে থানার মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। শুরু হয়ে যায় ছোটাছুটি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ওই সময় থানার কর্তব্যরত পুলিশ অফিসার জারটি দেখেই হতবাক হয়ে যান। ছোট বাচ্চার হাতে প্লাস্টিকের জার, আর সেই জারের মধ্যে রয়েছে ছোট একটি কেউটে সাপের বাচ্চা। খবর পেয়েই নিজের রুম থেকে বেরিয়ে আসেন কাকদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ। তিনি ছোট বাচ্চাটিকে একটি জায়গায় বসতে দেন এবং প্লাস্টিকেটির জারকে দূরে সরিয়ে রাখেন। সেই সময় থানায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি। তাঁরা ছোট বাচ্চাটির কাছে জানতে চান, সাপটি কেন থানায় নিয়ে এসেছে। উত্তরে সে জানায়, সাপটি জালে জড়িয়ে গিয়েছিল। সাপটিকে কোথায় ছাড়বে বুঝে উঠতে পারছিল না। এমনকি সাপটিকে তার মেরে ফেলারও ইচ্ছে ছিল না। তই সাপটিকে জারে ভরে সোজা থানায় চলে এসেছে। ছোট বাচ্চার মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। প্রত্যেকেই তাঊকে বাহবা দেন। এরপরই খবর দেওয়া হয় বন দফতরে। পরে বনকর্মীরা কাকদ্বীপ থানায় এসে ছোট ওই কেউটে সাপের বাচ্চাটিকে নিয়ে যান। এর থেকে বোঝা যাচ্ছে ক্রমশই পরিবেশ নিয়ে সচেতন হচ্ছে শিশুরা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 8:39 PM IST