TRENDING:

Crime news: পরকীয়ার টানে প্রেমিকের সঙ্গেই ঘর! আমতলায় তরুণীর রহস্য মৃত্যু, শ্মশানে মিলল দেহ

Last Updated:

হঠাৎই গতকাল রাতে জানা যায়, ওই তরুণীর মৃত্যু হয়েছে৷ পরিবারকে কিছু না জানিয়েই তরুণীর দেহ সৎকারের জন্য প্রেমিক জয়ন্ত সাহা দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে গিয়েছে বলেও খবর পায় ওই তরুণীর পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগণা: পরকীয়া সম্পর্কে জড়িয়ে যার জন্য শ্বশুরবাড়ি ছেড়েছিলেন, তার হাতেই খুন হতে হল গৃহবধূকে? এমন কি,  খুনের পর পরিবারকে অন্ধকারে রেখেই প্রেমিক ও তার দলবল ওই তরুণীর দেহ সৎকারের জন্য নিয়ে যায় বলে অভিযোগ৷ পরে খবর পেয়ে এলাকাবাসী এবং মৃতার পরিবার ওই তরুণীর দেহ উদ্ধার করে অভিযুক্ত প্রেমিকের দোকানের সামনে নিয়ে এসে বিক্ষোভ দেখায়৷ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুরের আমতলায়৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, ৩৯ বছর বয়সি ওই তরুণীর একটি ১৩ বছরের কন্যাসন্তান রয়েছে৷ বিবাহিত অবস্থাতেই জয়ন্ত সাহা নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর৷ জয়ন্তর বাড়ি উস্থি শিরাকোলে৷ এমন কি, নিজের স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি ছেড়ে গত প্রায় ৬ বছর ধরে ওই যুবকের সঙ্গেই থাকছিলেন ওই গৃহবধূ৷

হঠাৎই গতকাল রাতে জানা যায়, ওই তরুণীর মৃত্যু হয়েছে৷ পরিবারকে কিছু না জানিয়েই তরুণীর দেহ সৎকারের জন্য প্রেমিক জয়ন্ত সাহা দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে গিয়েছে বলেও খবর পায় ওই তরুণীর পরিবার৷ এর পর স্থানীয় বাসিন্দা এবং তরুণীর পরিবারের সদস্যরা মিলে শ্মশানে হাজির হয়৷

advertisement

শ্মশান থেকেই তরুণীর দেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানা এলাকার আমতলায় নিয়ে আসা হয়৷  মৃত মহিলার পরিজন ও প্রতিবেশীরা দেহ নিয়ে থানার সামনে বিক্ষোভে সামিল হন। গতকাল রাত দশটা নাগাদ বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে আমতলা এলাকা। মৃত মহিলার দেহের ময়নাতদন্ত ও অভিযুক্ত প্রেমিক জয়ন্ত সাহাকে গ্রেফতারের দাবি তোলেন বিক্ষোভকারীরা।  বিক্ষোভ তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ।

advertisement

View More

আমতলা বাজারে অভিযুক্ত প্রেমিকের ওষুধ দোকানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। কার্যত ঘন্টাখানেক ধরে চলে ধুন্ধুমার। পরে প্রেমিক জয়ন্ত সাহাকে গ্রেফতার করে পুলিশ। আজই ওই গৃহবধূর দেহের ময়নাতদন্ত করা হবে৷

বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি নার্সিংহোমে মৃত্যু হয় মৌসুমির। জয়ন্তর দাবি, মৌসুমি আত্মহত্যার চেষ্টা করেন। পরে নার্সিংহোমে নিয়ে এলে মৃত্যু হয় তাঁর। যদিও মৃতার পরিবারের অভিযোগ, ওই তরুণী আত্মহত্যাই করে থাকলে দেহ ময়নাতদন্ত না করে কেন শ্মশানে নিয়ে যাওয়া হল? ধৃতকে জেরা করে অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

অর্পণ মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime news: পরকীয়ার টানে প্রেমিকের সঙ্গেই ঘর! আমতলায় তরুণীর রহস্য মৃত্যু, শ্মশানে মিলল দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল