আরও পড়ুন: ভাতা বৃদ্ধির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ
আগে ম্যানগ্রোভ গাছের দেখভাল করার জন্য এলাকায় কমিটি ছিল। কিন্তু বর্তমানে তারা আর নজরদারি চালায় না। ফলে নজরদারির ফাঁক এড়িয়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির এই প্রান্তিক এলাকায় ফাঁকা হয়ে যাচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। স্থানীয়দের থেকেই জানা গিয়েছে, কেটে নিয়ে যাওয়া ম্যানগ্রো গাছের অধিকাংশ জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। তবে কিছু ক্ষেত্রে এই গাছ কেটে অবৈধ নির্মাণ করা হচ্ছে। ফলে ম্যানগ্রোভের প্রাচীর পাতলা হচ্ছে। অথচ এই ম্যানগ্রোভই বাঁচিয়ে রেখেছে সুন্দরবনকে।
advertisement
গাছ কাটার এই ঘটনার পর সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে এই কাজ আপাতত বন্ধ হয়েছে। তবে গ্রামবাসীদের দাবি, ভবিষ্যতে যাতে আর ম্যানগ্রোভ কাটানো হয় তার জন্য প্রাশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগেও এই অভিযোগ উঠেছিল। উল্লেখ্য দমকলে ম্যানগ্রোভ গাছ কাটার ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি সেই ঘটনা আরও বেড়েছে। এই নিয়ে মথুরাপুর-২ ব্লকের বিডিও নাজির হোসেন জানান, ম্যানগ্রোভ কাটা বেআইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ফরেস্ট অফিসকে সমস্ত কিছু জানানো হয়েছে।
নবাব মল্লিক