আরও পড়ুন: অবশেষে স্বস্তির খবর! বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশন থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু
পৃথিবীর সবথেকে বড় নার্সারিটি অবস্থিত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মধ্যেই। বন দফতরের রায়গঞ্জ রেঞ্জের সুন্দরীকাটি ইকো কনজারভেশন ক্যাম্প বা আজমলমার- ৮ জঙ্গল ঘেঁষা এলাকায় এটি গড়ে উঠেছে। জায়গাটা সুন্দরবনের বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের মুক্তাঞ্চল। সেই বাঘের ডেরাতেই সুন্দরী, গরান, গেঁওয়া, কাঁকড়া, বকুল বাণী ইত্যাদি বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের প্রায় এক কোটি চারা চাষ করা হচ্ছে। বন দ ফতর ঠিক করেছে সুন্দরবনকে বাঁচাতে এখানে চাষ করা এই এক কোটি ম্যানগ্রোভ চারাকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে রোপণ করা হবে। বন্দুকের পাহারাতে পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে এই ম্যানগ্রোভের চাষ হচ্ছে যাতে রয়েল বেঙ্গলের আক্রমণ থেকে কর্মীরা বাঁচতে পারেন।
advertisement
এই নার্সারিতে বাঘের হানা থেকে বাঁচতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নার্সারির চারিদি নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অত্যাধুনিক রাইফেল ও গলায় দূরবীন ঝুলিয়ে পাহারা দিচ্ছেন বনলক্ষীরা। তবে বাঘ হানা দিলেও সরাসরি তাকে গুলি করা হবে না। বরং শূন্যে গুলি ছুড়ে ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বনরক্ষীরা। তাতে কাজ না হলে বা কোনও কর্মী আক্রান্ত হলে তখন বিকল্প ব্যবস্থা নেওয়া হতে পারে।
সুমন সাহা





