ডায়মন্ডহারবার মহকুমা শাসকের অফিসে পিওনের পদে কাজ করেন গোকুল দাশ। পুজোর সময় দিনে অফিস আর রাতভর প্রতিমা গড়েন রায়দিঘির গোকুল। টানা ৩০ বছর ধরে চলছে একই রুটিন। মাঝে একবার প্রতিমা গড়ার কাজ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু কাজ ছেড়ে মানসিক শান্তি তিনি পাননি। রায়দিঘির কাছারি মোড়, রায়দিঘি বাজারের মণ্ডপে এবার যাবে তাঁর হাতে তৈরি প্রতিমা। নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন গোকুল। সেই সঙ্গে অফিসও যাচ্ছেন নিয়মিত।
advertisement
আরও পড়ুন: ভাঙা বোতলের মণ্ডপ যেন ভঙ্গুর মনের কথা বলে
চাকরি পেলেও ভুলে যাননি পুরনো পেশাকে। বাপ-ঠাকুরদার পেশা আজও বাঁচিয়ে রেখেছেন অজানা এক তাগিদ থেকে। সকালে ডায়মন্ডহারবারের অফিসে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে প্রতিমা নির্মাণের কাজে লেগে পড়েন তিনি। ছোট মেয়ে খুকুমণি দাস ও স্ত্রী মিঠুরানি দাস গোকুলবাবুর কাজে সাহায্য করেন।গোকুলবাবুর হাতের খুবই কাজ সুন্দর এমনটাই মনে করেন এই অঞ্চকে মানুষ। এবছর তিনি তৈরি করছেন ৮ টি ঠাকুর। দেশলাই দিয়ে তৈরি প্রতিমা, পাটের প্রতিমা, থার্মোকলের প্রতিমা সহ আরও নিত্য নতুন প্রতিমা তৈরি করেন তিনি।
আরও পড়ুন: গ্রামবাসীকে বাঁচাতে বন্দুক ধরে ছিলেন স্বয়ং দেবী, ১৫০ বছরের দমদমার সরদার পরিবারের পুজো
রায়দিঘি জুড়ে গোকুলবাবুর নাম শোনা যায় পুজা কমিটির কর্তাদের মুখে মুখে। গোকুলবাবু বলেন, “নেশার টানেই ৩০ বছর ধরে বাপ-ঠাকুরদার কাজকে ধরে রেখেছি এখনও। মায়ের কাজে আনন্দ বেশি। পরিশ্রম হলেও ক্লান্তি আসে না শরীরে।” এভাবেই মনের আনন্দে রোজ কাজ করে চলেছেন গোকুলবাবু। তাঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন সবাই।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
নবাব মল্লিক