মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এ সাগর ব্লকে প্রথম স্থান অধিকার করেছে জয়ন্ত পাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৭৩। কোনোরকম টিউশন ছাড়াই তার এই সাফল্য এসেছে। এবার তার চোখে স্বপ্ন ডাক্তার হওয়ার।জয়ন্তের বাড়ি সাগরের খাসরামকর সরস্বতী বাজারের কাছে।
আরও দেখুন
একচালা জরাজীর্ণ মাটির বাড়ি। দেওয়ালের মাটি খসে খসে পড়ছে। তার ওপর ছাউনি বলতে ত্রিপল আর খড়। জয়ন্তের বাবা অশোক পাত্র পেশায় একজন মুদি দোকানের কর্মচারী। অভাবের সংসারে কোনরকমে দিন গুজরান হয়ে যায় তাদের।
advertisement
আরও পড়ুন – কেলোর কীর্তি আর কাকে বলে! মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করলেন খোদ বাবা
কিন্তু ছেলের এই সাফল্যের পর সিঁদুরে মেঘ দেখছেন তিনি। ডাক্তারি পড়তে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ তাদের নেই। তাছাড়া একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার প্রচুর খরচ রয়েছে। সেই খরচ কোথা থেকে আসবে তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা।
জীবনকে খুব কাছ থেকে দেখা জয়ন্ত, আগামীদিনে ডাক্তার হয়ে, সাগর ব্লকে গরীব, দুস্থ ব্যক্তিদের বিণামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ পৌঁছে দিতে চান। সাগরে তার মত অনেক ছেলে রয়েছে বলে জানিয়েছেন তিনি। পরিচর্যার অভাবে অনেকেই হারিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে তাদের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন জয়ন্ত।
Nawab Mullick