কেলোর কীর্তি আর কাকে বলে! মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করলেন খোদ বাবা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad News: মেয়ের বিয়ে না মেনে তাকে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ! থানায় গেল জামাই
মুর্শিদাবাদ: এ কী কাণ্ড, বউকে অপহরণ করল নাকি খোদ শ্বশুর। এমনই অভিযোগ জামাইয়ের। থানায় আসার পথে নব বিবাহিত স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠল খোদ শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের বিটি হাই স্কুল মোড় এলাকায়। ঘটনার পর শ্বশুর সহ আরও দু’জনের নামে লিখিত অভিযোগ করেন জামাই ইবনুল মাসুদ মন্ডল।
জানা গেছে, গত শুক্রবার বাড়ি থেকে পালিয়ে হরিহরপাড়ার এক রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রি বিবাহ করেন ডোমকলের কুঠি সাতবাড়িয়া এলাকার যুবক-যুবতী। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের।
advertisement
স্ত্রীর মর্যাদা দিতে বিয়ে করে হরিহরপাড়া এলাকাতেই গা ঢাকা দিয়ে থাকে তাঁরা। এরই মধ্যে ওই মেয়ের বাড়ির লোকজন ডোমকল থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপরেই খোঁজ পান মেয়ের। পুলিশ সেই মতো তাদের দু’জনকে থানায় ডেকে পাঠানো হয়।
advertisement
আরও দেখুন
থানায় দু’জন নব দম্পতি মিলে হরিহরপাড়া থেকে থানায় আসার আগেই ডোমকলের বিটি হাইস্কুল মোড় এলাকায় গাড়ি আটকে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। যুবক ইবনুল মাসুদ মন্ডলকে মারধরের অভিযোগ ওঠে। অপহরণের অভিযোগ উঠে তারই শ্বশুর জাকির হোসেনের বিরূদ্ধে। যদিও ঐ ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন জাকির হোসেনের স্ত্রী। পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Kaushik Adhikary
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 4:48 PM IST