জানা যায়, বুধবার মাধ্যমিক পরীক্ষা দিতে নার্গিস সর্দার নিজের বাড়ি কুলপি থানার নাকনন থেকে পরীক্ষা কেন্দ্র নব সংগ্রামপুরের উদ্দেশে রওনা দেন। পথে কুলপি থানার রামকৃষ্ণপুর মোড়ে একটি স্করপিও গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। ঘটনাস্থলেই পড়ে যান ওই ছাত্রী। রক্তে ভিজে যায় স্কুলের পোশাক। পরে স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রীকে উদ্ধার করে কুলপী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।
advertisement
আরও পড়ুন: আর লাউডস্পিকারে হবে না ঘোষণা, বিখ্যাত এই রেলস্টেশন হয়ে গেল 'নিঃস্তব্ধ'! চমকে উঠবেন
আরও পড়ুন: জেলে থেকেও আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়, আরও এক মামলায় CBI নির্দেশ! মহাবিপদ
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আহত পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার পর প্রশাসনের সহযোগিতায় তাকে নব সংগ্রামপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আহত পরীক্ষার্থীর পরিবারের লোকজন জানায়, নিজের আত্মীয়র বাইকে চেপে নব সংগ্রামপুর পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন নার্গিস। সেই সময় রামকৃষ্ণপুর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েম তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসার পর প্রশাসনিক সহযোগিতায় আহত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। তারপর তিনি পরীক্ষা দেন। জীবনের প্রথম বড় পরীক্ষা বাধা কাটিয়ে দিতে পারায় স্বস্তির নিশ্বাস ফেলেন তাঁর পরিবারের লোকজন।
আনিশ উদ্দিন মোল্লা