সেই থেকেই শুরু, এরপর সেই চাষ বাড়ানোর উদ্যোগ নেয় তারা। প্রথমদিকে সাগরের বেশ কিছু পুজোমণ্ডপে এই ফুল তাঁরা চাহিদা অনুযায়ী পাঠাতেন। কিন্তু এ বছর সেই চাহিদা অনেকটাই বেড়েছে। বর্তমানে পদ্মফুল প্রতি পিস ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করছেন তাঁরা। খুবই কম মূল্যে এই ফুল বিক্রি করছেন। এই ফুলচাষ করে যে স্বনির্ভর হওয়া যায় তার পথ দেখাচ্ছেন সাগরের চাষীরা।
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য সুখবর! নতুন ১০ পর্যটন কেন্দ্রের হদিশ দিল জিটিএ
আরও পড়ুনঃ ফের পাচার! ফের টাকা! বাংলাদেশ পাচারের আগে উদ্ধার গাড়ি ভর্তি গবাদি পশু
এ নিয়ে শ্রীধাম গঙ্গাসাগর রাধাগোবিন্দ সংঘের এক সদস্য সুদীপ দত্ত জানান, তাঁদের ক্লাবের আর্থিক সহযোগিতা তাঁরা কোথাও থেকে পেতেন না। সেজন্য দীর্ঘদিন ধরে তাঁরা ক্লাবের আর্থিক মানোন্নয়নের চেষ্টা করছিলেন। তাঁরা দেখেছিলেন আগে সাগরে পুজার জন্য পদ্মফুল বাইরে থেকে নিয়ে আসতে হত। সেজন্য তাঁরা ভেবেছিলেন এই পদ্মচাষ গঙ্গাসাগরেই শুরু করবেন তাঁরা।
ক্লাবের সদস্যরা মিলিতভাবে সহযোগিতা করেছিলেন। যার ফল পাওয়া যাচ্ছে এখন। এই ফুলচাষ নিয়ে ক্লাবের প্রবীণ সদস্য অশোক পাত্র জানান, এই পদ্মফুল এখন সাগরের পদ্মের চাহিদা মেটাচ্ছে। সাগরের বাইরেও যাচ্ছে। পুজোয় চাহিদা অনুযায়ী কতটা যোগান দেওয়া যাবে, সেই দিকটি দেখা হচ্ছে। আগামী দিনে এই পদ্মচাষ আরও বিস্তৃত আকারে করতে চান তাঁরা।
নবাব মল্লিক