TRENDING:

South 24 Parganas News: বারুইপুর স্টেশনে লাইন মেরামতকারী ট্রেনের বগি লাইনচ্যুত

Last Updated:

বারাইপুর স্টেশনের ৪ নম্বর লাইন দিয়ে লাইন মেরামতকারী ট্রেনটির শান্টিং হচ্ছিল। সেই সময় ওই ট্রেনটির শেষ বগি প্ল্যাটফর্মের পাশেই লাইনচ্যুত হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে লাইনচ্যুত লাইন মেরামতকারী ট্রেন। বারুইপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যহত হয়। দাঁড়িয়ে পড়ে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। হয়রানির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
advertisement

আরও পড়ুন: বোর্ড বসে গেছে, কিন্তু রাস্তা কই! পথশ্রীর কাজ নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের

সূত্রের খবর, বারাইপুর স্টেশনের ৪ নম্বর লাইন দিয়ে লাইন মেরামতকারী ট্রেনটির শান্টিং হচ্ছিল। একে রেলের পরিভাষায় ব্রেক ডাউন ট্রেন’ও বলা হয়ে থাকে। সেই সময় ওই ট্রেনটির শেষ বগি প্ল্যাটফর্মের পাশেই লাইনচ্যুত হয়ে যায়। এতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। স্টেশনের ঠিক ওই জায়গা দিয়ে বহু নিত্যযাত্রী প্রতিদিন যাতায়াত করেন। তাঁদের বড় বিপদ ঘটার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কেউ হতাহত হয়নি। লাইন মেরামতকারী ট্রেনের বগিটি ঠিক যে জায়গায় লাইনচ্যুত হয়েছে তার পাশেই বারুইপুর স্টেশনের রেল ফুটব্রিজ। এই ঘটনায় স্থানীয়দের ভিড় জমে যায় লাইনের উপর।

advertisement

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার জেরে বারুইপুর স্টেশন চত্বরে যানজট তৈরি হয়। এর ফলে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পরে বারুইপুর স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ডাউন ট্রেনগুলো ধীরে ধীরে চলাচল শুরু হয়। খবর পেয়ে শিয়ালদহ থেকে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়ররা। তিন ঘণ্টা চেষ্টা করেও তাঁরা লাইনচ্যুত ট্রেনের বগিটিকে ট্র্যাকে তুলতে পারেননি। এই পরিস্থিতিতে শিয়ালদহ থেকে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এসে পৌঁছয় বারুইপুর স্টেশনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুর স্টেশনে লাইন মেরামতকারী ট্রেনের বগি লাইনচ্যুত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল