Hooghly News: বোর্ড বসে গেছে, কিন্তু রাস্তা কই! পথশ্রীর কাজ নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
মাত্র ৩২২ মিটার কংক্রিটের পাকা রাস্তা তৈরির কাজ প্রায় তিন মাস ধরে ঝুলে আছে। এইভাবে কাজ হতে থাকায় নির্মীয়মান রাস্তার কোথাও কোথাও আগাছা পর্যন্ত জন্মে গিয়েছে।
হুগলি: পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শুরু হলেও শেষ হচ্ছে না। দীর্ঘ সময় অতিবাহিত হলে হয়ে গেলেও এখনও নির্মীয়মান রাস্তার সব জায়গায় বালিটুকুও পড়েনি। সামনেই বর্ষাকাল। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এদিকে রাস্তা তৈরি না হলেও বসে গিয়েছে তার ফলক। ফলে, আরো ক্ষেপে গিয়েছে গ্রামের মানুষ।
আরও পড়ুন: আত্রেয়ীতে বাঁধ দিতেই বালুরঘাটে জলসঙ্কট!
হুগলির রাজ্যধরপুর পঞ্চায়েতের কালীতলা এলাকার ছবিটা ঠিক এমনই। এখানে মাত্র ৩২২ মিটার কংক্রিটের পাকা রাস্তা তৈরির কাজ প্রায় তিন মাস ধরে ঝুলে আছে। এইভাবে কাজ হতে থাকায় নির্মীয়মান রাস্তার কোথাও কোথাও আগাছা পর্যন্ত জন্মে গিয়েছে। কাঁচা রাস্তার পাশে ইট দেওয়া হয়েছিল। এখন বৃষ্টি শুরু হওয়ায় ওই জায়গায় জল জমে দুর্ঘটনা ঘটছে। যার ফলে সমস্যা বেড়েছে গ্রামের মানুষের।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা লক্ষ্মী শর্মা জানান, রাস্তার পাশে শুধু বোর্ড পড়েছে । দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও কাজই শুরুই হয়নি বলা চলে। বর্ষা আসার সঙ্গে সঙ্গে আরও সমস্যায় ভুগতে হবে বলে তাঁর আশঙ্কা। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কোনও কিছু করছে না বলেও অভিযোগ উঠছে। এদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে রাজ্যধর পঞ্চায়েতের প্রধান মোহর কুমার মণ্ডল বলেন, বোর্ড লাগানো হয়েছে যখন সেই কাজ অবশ্যই হবে। তবে যে ঠিকাদারি সংস্থাকে কাজ দেওয়া হয়েছিল তাদের গাফিলতিতেই দেরি হচ্ছে বলে তিনি জানান।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 7:13 PM IST