সেই দিক থেকে দেখতে গেলে ডায়মন্ডহারবারের প্রাচীন পুজো গুলির মধ্যে অন্যতম পুজো হল লালবাটির এই জগদ্ধাত্রী পুজো। এই পুজো উপলক্ষে পুজো মন্ডপের কাছে মেলা বসে। মেলায় দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। মেলাকে ঘিরে লালবাটি এলাকা কয়েকদিন উৎসবে মুখরিত হয়ে ওঠে। এই পুজোর পুজোমন্ডপ সাজানোর কাজ স্থানীয় বাসিন্দারা করে থাকেন। গ্রামের ছোট থেকে বড় সকলেই এই কাজে হাত লাগান। এবছর এই পুজোমন্ডপে মায়ের ৪ টি রূপ প্রদর্শিত হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারে লালবাটির জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসাহ চরমে
এ বছর এই পুজোর বাজেট রয়েছে প্রায় ১.৫ লক্ষ টাকা। গ্রামের সবার সহযোগিতার ফলে কম বাজেটেও এই পুজো চালানো যাচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তরা। এ নিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে অয়ন মন্ডল জানান এই পুজোয় সমস্ত গ্রামবাসীরা অংশগ্রহণ করেন। সেটাই এই পুজোর সফলতা এলাকায় দীর্ঘদিন ধরে এই পুজো হয়ে আসছে। তবে ৪০ বছর ধরে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে এই পুজো বারোয়ারি পুজোয় পরিবর্তিত হয়েছে। এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং পুজো উপভোগ করেন।
Nawab Mallick