আরও পড়ুন: বিয়ে বাড়িতে দলে দলে এরা কারা ঢুকছে? এমন অতিথি আগে দেখেননি! বিয়ের ভিডিও তুমুল ভাইরাল
মোট ৩২ দলের এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া,উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন। দক্ষিন ২৪ পরগনার জেলার সবচেয়ে বড় এই খেলা। আর এই খেলা দেখতে ফুটবলপ্রেমী মানুষ এই খেলা উপভোগ করতে আসে বিভিন্ন এলাকা থেকে কয়েকহাজার দর্শক উপস্থিত হয়। এ ব্যাপারে খেলা পরিচালন কমিটির উদ্যোক্তা জানান আমাদের রাজ্যের এই ধরনের ছোট ছোট ফুটবল খেলার আয়োজন হয় ভবিষ্যতে যেন এই এই গ্রামের ছোট ছোট খেলোয়ার গুলি আরও বড় জায়গায় খেলতে দেখি, টিভিতে দেখতে পাই। এরা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক।
advertisement
আরও পড়ুন: স্কানারের কামাল! কলেজে বসেই সারা বিশ্বের বই পড়া যাবে রায়দিঘিতে
পাশাপাশি প্রান্তিক এলাকার এই খেলোয়াড়রা যাতে খেলায় অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করার জন্য এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়।সম্প্রতি যেভাবে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ভারতের নাম উজ্জ্বল করছে, তেমনি আগামী দিনে ফুটবল খেলাতেও একটি বিশেষ ভূমিকা গ্রহন করবে, এমনটাই মনে করছেন সকলে। সেই জন্য দরকার সঠিক পরকল্পনা, পরিকাঠামো ও এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আরও প্রয়োজন আছে এই সমস্ত প্রান্তিক এলাকায়।
সুমন সাহা