TRENDING:

South 24 Parganas News: 'ধাপাস বল' খেলেই লক্ষ টাকা পুরস্কার, বহরু মেতেছে এই খেলায়

Last Updated:

'ধাপাস বল' প্রতিযোগিতা হয়ে গেল জয়নগর থানা এলাকার বহুরুতে। এই মিনি ফুটবল প্রতিযোগিতায় মোট ৩২ দল দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বড় ‘ধাপাস বল’ মিনি ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল জয়নগর থানা এলাকার বহুরু তে। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় কিন্তু আশেপাশের ৬ টি জেলার ১৬ টি বাছাই করা দল নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়। যার প্রথম পুরস্কার ১ লক্ষ এক হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ৬১ হাজার টাকা। যুব সমাজ কে মাঠমুখী করার একটা পরিকল্পনা নিয়েই এই মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে এই ক্লাব তেমনটাই বক্তব্য আয়োজকদের। দুদিন ধরে চলা এই মিনি ফুটবল প্রতিযোগিতায় যেমন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তেমনি থাকছে আতশবাজি প্রদর্শনী।
advertisement

আরও পড়ুন: বিয়ে বাড়িতে দলে দলে এরা কারা ঢুকছে? এমন অতিথি আগে দেখেননি! বিয়ের ভিডিও তুমুল ভাইরাল

মোট ৩২ দলের এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া,উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন। দক্ষিন ২৪ পরগনার জেলার ‌সবচেয়ে বড় এই খেলা। আর এই খেলা দেখতে ফুটবলপ্রেমী মানুষ এই খেলা উপভোগ করতে আসে বিভিন্ন এলাকা থেকে কয়েকহাজার দর্শক উপস্থিত হয়। এ ব্যাপারে খেলা পরিচালন কমিটির উদ্যোক্তা জানান আমাদের রাজ্যের এই ধরনের ছোট ছোট ফুটবল খেলার আয়োজন হয় ভবিষ্যতে যেন এই এই গ্রামের ছোট ছোট খেলোয়ার গুলি আরও বড় জায়গায় খেলতে দেখি, টিভিতে দেখতে পাই। এরা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক।

advertisement

আরও পড়ুন: স্কানারের কামাল! কলেজে বসেই সারা বিশ্বের বই পড়া ‌যাবে রায়দিঘিতে

View More

পাশাপাশি প্রান্তিক এলাকার এই খেলোয়াড়রা যাতে খেলায় অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করার জন্য এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়।সম্প্রতি যেভাবে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ভারতের নাম উজ্জ্বল করছে, তেমনি আগামী দিনে ফুটবল খেলাতেও একটি বিশেষ ভূমিকা গ্রহন করবে, এমনটাই মনে করছেন সকলে। সেই জন্য দরকার সঠিক পরকল্পনা, পরিকাঠামো ও এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আরও প্রয়োজন আছে এই সমস্ত প্রান্তিক এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: 'ধাপাস বল' খেলেই লক্ষ টাকা পুরস্কার, বহরু মেতেছে এই খেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল