Viral Video: বিয়ে বাড়িতে দলে দলে এরা কারা ঢুকছে? এমন অতিথি আগে দেখেননি! বিয়ের ভিডিও তুমুল ভাইরাল
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Video: বিয়ে মানেই নানা কাণ্ড! তবে বিয়ে বাড়িতে যারা অতিথি হিসেবে এল, তাদের দেখলে চমকে যাবেন! তুমুল চর্চায় ভিডিও
হুগলি: শীতকাল মানেই বিয়ের সময়। বিয়ের মরশুমে নব দম্পতিরা শুরু করতে চলেছেন তাদের নতুন জীবন। আর বাঙালি বিয়ে মানে উৎসব আনন্দ হই হুল্লোড়। তবে নতুন জীবনের শুরু আনন্দ একটু অন্যরকম ভাবে ভাগ করে নিতে চেয়েছিল মগরার নব দম্পতি সঞ্জু ও অর্পিতা। বিয়েতে নিমন্ত্রিতরা যেমন রয়েছেন ঠিক তেমনি নিমন্ত্রিত হয়েছে পথ সারমেয়রা। সোমবার রাতে বিয়ের শেষে পেট ভরে বিয়ে বাড়ি ভোজন করল মগরা এলাকার কয়েকশো পথে কুকুর।
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের প্রতি মানুষের যে ভালবাসা তারই নতুন দৃষ্টান্ত তৈরি করেছে মগরার নব দম্পতি সঞ্জু ও অর্পিতা। বিয়ের দিনে তারা নিমন্ত্রণ করেছে কয়েকশো পথ কুকুরকে। সেই নিয়ে রীতি মতন ব্যানার পোস্টার বানিয়ে বিয়ের শেষে কুকুরদের খাওয়াতে বেরিয়েছেন পরিবারের লোকেরাই। সঙ্গে সাহায্যের জন্য ছিলেন লাইনস ক্লাব হুগলি। সোমবার রাতে একেবারে বিয়ে বাড়ির ভোজন করল পাড়ার লালু, কালু থেকে টমি, সেরুরা। ভাত মাংস এলাহি আয়োজন ছিল সব কুকুরদের জন্য।
advertisement
advertisement
এই বিষয়ে নব দম্পতি সঞ্জু ও অর্পিতা জানান, বিবাহ অনুষ্ঠান বা যেকোনোও রকম উৎসব বাড়ি সব জায়গাতেই পরিবার আত্মীয়-স্বজন নিয়ে মানুষজন মেতে ওঠে আনন্দে। সেখানে দাঁড়িয়ে তারা তাদের আনন্দটা আরেকটু বেশি করে ভাগ করে নিতে চেয়েছিলেন পরিবার পরিজন পেরিয়ে কিছু অবলা প্রাণীদের সঙ্গেও। অর্পিতা বলছেন তাদের এই উদ্যোগ যেন আরও বেশি করে মানুষের কাছে পৌঁছয় যাতে করে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ তারা নিজেদের শুভ দিন গুলিতে অবলা জীব গুলির পাশে এসে দাঁড়ায়। বিয়েবাড়ি উপলক্ষে মগরা এলাকার কয়েকশো পথ কুকুরকে তারা খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। এই কাজ তাদের আগামীদিনে ও চলবে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 26, 2024 3:56 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ে বাড়িতে দলে দলে এরা কারা ঢুকছে? এমন অতিথি আগে দেখেননি! বিয়ের ভিডিও তুমুল ভাইরাল








