আরও পড়ুন: স্কুলের দেওয়ালে এসে ঠেকছে নদী, ইতিমধ্যে গিলে খেয়েছে রাস্তা
এবার দীপাবলীর উৎসবে নজরকাড়া থিম নিয়ে হাজির হয়েছে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত। এখানকার জোড়াপুল যুবগোষ্ঠীর পুজো এবার চমক দিচ্ছে। এ বছর ৫৯ তম বর্ষে পা দিয়েছে এই পুজো। এবারের থিম চন্দ্রযান-৩। মণ্ডপে পা রাখলেই শোনা যাবে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের ‘কাউন্টডাউন’। তার পর ধীরে ধীরে শোনা যাবে চাঁদের বুকে চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক ল্যান্ডিংয়ের শব্দও।
advertisement
মণ্ডপের ভিতরের চাল নির্মিত হয়েছে মহাকাশের আদলে। সেখানে দেখা যাবে চাঁদ, বিক্রম রোভার। এই বিশেষ থিমের নাম রাখা হয়েছে ‘চলুন ঘুরে আসি চাঁদে’। ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর চন্দ্রযান-৩। এবারের দুর্গাপুজোতে বহু জায়গায় সেই চন্দ্রযান-৩ থিম হিসেবে উঠে এসেছিল। এবার কালীপুজোতেও একই ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
সুমন সাহা