রাত ১২ টা নাগাদ রায়দিঘি থানায় খবর আসে গিলেরছাট হাইস্কুলের কাছে কিছু দুষ্কৃতি জড়ো হতে পারে। খবর পাওয়ার পরই রায়দিঘি থানার আইসি অমিও কুমার ঘোষের নির্দেশে রায়দিঘি থানার এসআই অমিত রায়, সুদীপ মন্ডল ও শান্তনু করাতির নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়।
আরও পড়ুন: স্বচ্ছতা বজায় রাখতে OMR শিট-সহ টেটের ফল প্রকাশ, জানুন বিশদে
advertisement
রাতের অন্ধকারেই শুরু হয় অপারেশন। ডাকাতরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও। পরে বেগতিক দেখে পালানোর চেষ্টা করে। অন্ধকারের মধ্যেই কয়েকজনকে ধরে ফেলে পুলিশকর্মীরা।
তাদেরকে নিয়ে থানায় আসা হয়। এরপর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গাদা বন্দুক, ভোজালি, লোহার রড সহ একাধিক হাতিয়ার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: সংসার চালাতে সবজি বিক্রি করছেন চন্দ্রকোণার তৃণমূল কাউন্সিলর, দেখুন ভাইরাল ছবি
পুলিশ সূত্রে খবর ধৃত ৩ দূষ্কৃতির নাম সামসুদ্দিন পিয়াদা ওরফে সোনা(৫২), নুরুল মোল্লা (৪০), সাইফুল গাজী(২২)। ধৃতরা সকলেই বাইরে থেকে এলাকায় ডাকাতি করতে এসেছিল বলে খবর। ধৃতদের গ্রেফতার করার পর শুক্রবার ডায়মন্ডহারবার মহাকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
নবাব মল্লিক