বাঘের মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। গত তিন মাসে তিনটি বাঘের মৃত্যু হয়েছে। বুধবার, আবার একটি সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আগামী ফেব্রুয়ারি মাসে তিন বছর পূর্ণ হত এই বাঘিনীর। যৌবনের দোরগোড়ায় থাকা বাঘিনীর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে। সূত্রের খবর বাঘিনীটি হেমোপ্রোটোজোয়ান প্যারাসাইটে আক্রান্ত হয়েছিল।
advertisement
গত তিন-চারদিন ধরে ভুগছিল সে। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা করা যায়নি।বাঘিনীর দেহ ময়নাতদন্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা ভিসেরা পরীক্ষায় পাঠানো হয়েছে।
২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে নন্দনকাননে জন্মায় এই বাঘিনীটি। আলিপুরে আনা হয় গতবছর অগাস্ট মাসে। পশু হাসপাতালে বাঘিনীর ময়নাতদন্তের পর গড়চুমুকে নিয়ে যাওয়া হয় দেহ। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
গত সেপ্টেম্বর আলিপুর চিড়িয়াখানা ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনী পায়েল ও রূপার মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার ভবিষ্যতে কী হয়। আলিপুর চিড়িয়াখানাএখন দর্শকদের কাছে খুবই জনপ্রিয় জায়গা। এখানে প্রচুর দর্শক আসছেন। বাঘের মৃত্যুর খবরে তারা খুবই মর্মাহত। সকলেই এই ঘটনার সুষ্ঠ তদন্ত চাইছেন।






