TRENDING:

JU Student Death: 'ছাত্রমৃত্যুতে জড়িত হলে আমার ছেলেরও শাস্তি হোক'

Last Updated:

JU Student Death: যাদবপুর-কাণ্ডে কুলতলি থেকে গ্রেফতার পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলি: যাদবপুরের ঘটনায় বুধবার ছ’জনকে গ্রেফতার করে লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি এলাকার বাসিন্দা যাদবপুরের এক পড়ুয়া। তবে এই ঘটনার সঙ্গে ওই ছাত্র কোনও ভাবেই জড়িত নয় বলে জানিয়েছে তার মা। তার বাবার দাবি, ‘আমার ছেলেও প্রথম বর্ষে র‍্যাগিংয়ের শিকার হয়েছিল। যদি কোনও ভাবেই আমার ছেলে জড়িত থাকে তাহলে সে যেন উপযুক্ত শাস্তি পায়।’
advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে গ্রেফতার হয় ওই পড়ুয়া। পড়ুয়ার মৃত্যুর পরের দিনই বাড়ি ফিরে এসেছিল সে। যাদবপুরের সেদিনের ঘটনা নিয়ে বাড়িতে আলোচনাও করেন তিনি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে তার আচার আচরণে কোনও প্রভাব পড়েনি বলেই জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা।অসিতের পরিবার সূত্রে খবর, সে বাড়িতে বলে গিয়েছিল থানা থেকে ডেকেছিল। জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। গত কাল সন্ধ্যায় বাড়ি ফেরে সে। এরপর গভীর রাতে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

advertisement

আরও পড়ুন: ‘ছোট ছেলেকে নিয়ে ভয় পাবেন না, কলকাতায় পড়লে মুখ্যমন্ত্রী দেখবেন’! বাড়িতে গিয়ে আশ্বাস ব্রাত্য-চন্দ্রিমার

View More

আরও পড়ুন: শেষ মুহূর্তে আরিফ নাকি যাদবপুরের ছাত্রকে বাঁচাতে হাত বাড়িয়েছিল, কাশ্মীরি সেই হস্টেলের ‘দাদা’ও আজ গ্রেফতার

তবে এ ব্যাপারে কুলতলির ওই পড়ুয়ার মা বলেন,  ‘আমার ছেলে নির্দোষ। এই ঘটনার সঙ্গে ও যুক্ত নয়। ও বাড়িতে এসেছিল। সবার সঙ্গে কথাবার্তা, গল্প করেই কাটাতো। ওর আচরণে অন্য কোনও রকম বিষয় লক্ষ্য করা যায়নি।’ তাঁর দাবি, ‘ওইদিন কী ঘটনা ঘটেছে সেটা আমাদের বলেছিল। কী দেখেছে সেটাই আমাদের বলেছিল। এর বেশি কিছু নয়।’ তবে ওই পড়ুয়ার বাবা জানান, ‘আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে থাকত সে। তার তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। এরপর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার পরিকল্পনা করেছিল সে। আগামী দিনে ফের উচ্চতর শিক্ষার জন্য যাদবপুরেই ভর্তি হওয়ার কথা ছিল তার।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
JU Student Death: 'ছাত্রমৃত্যুতে জড়িত হলে আমার ছেলেরও শাস্তি হোক'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল