যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে গ্রেফতার হয় ওই পড়ুয়া। পড়ুয়ার মৃত্যুর পরের দিনই বাড়ি ফিরে এসেছিল সে। যাদবপুরের সেদিনের ঘটনা নিয়ে বাড়িতে আলোচনাও করেন তিনি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে তার আচার আচরণে কোনও প্রভাব পড়েনি বলেই জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা।অসিতের পরিবার সূত্রে খবর, সে বাড়িতে বলে গিয়েছিল থানা থেকে ডেকেছিল। জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। গত কাল সন্ধ্যায় বাড়ি ফেরে সে। এরপর গভীর রাতে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
advertisement
তবে এ ব্যাপারে কুলতলির ওই পড়ুয়ার মা বলেন, ‘আমার ছেলে নির্দোষ। এই ঘটনার সঙ্গে ও যুক্ত নয়। ও বাড়িতে এসেছিল। সবার সঙ্গে কথাবার্তা, গল্প করেই কাটাতো। ওর আচরণে অন্য কোনও রকম বিষয় লক্ষ্য করা যায়নি।’ তাঁর দাবি, ‘ওইদিন কী ঘটনা ঘটেছে সেটা আমাদের বলেছিল। কী দেখেছে সেটাই আমাদের বলেছিল। এর বেশি কিছু নয়।’ তবে ওই পড়ুয়ার বাবা জানান, ‘আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে থাকত সে। তার তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। এরপর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার পরিকল্পনা করেছিল সে। আগামী দিনে ফের উচ্চতর শিক্ষার জন্য যাদবপুরেই ভর্তি হওয়ার কথা ছিল তার।’
সুমন সাহা