Jadavpur Student Death Update: 'ছোট ছেলেকে নিয়ে ভয় পাবেন না, কলকাতায় পড়লে মুখ্যমন্ত্রী দেখবেন'! বাড়িতে গিয়ে আশ্বাস ব্রাত্য-চন্দ্রিমার

Last Updated:

Jadavpur Student Death Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রের মা-বাবা-ভাই ও পরিবারের বাকিদের সঙ্গে দেখা করেন ৫ সদস্যের দল।

বগুলা: নদিয়ার বগুলা থেকে কলকাতার পাঁচতারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়তে এসে মর্মান্তিক পরিণতি ছেলের। গত বুধবার রাতে যাদবপুরের মেইন হস্টেলের নীচে উদ্ধার হয় দেহ। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। কয়েকদিন ধরে যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এদিন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেন যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রের মা-বাবা-ভাই ও পরিবারের বাকিদের সঙ্গে দেখা করেন ৫ সদস্যের দল। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্প মন্ত্রী শশী পাঁজা, এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মৃতের মাকে ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আতঙ্ক করতে হবে না। আপনার ছোট ছেলেকে কলকাতায় পড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে দেখবেন।’
advertisement
. .
advertisement
আরও পড়ুন: পড়ে যাওয়ার মুহূর্তে হাত ধরেছিল কাশ্মীরি বন্ধু, কিন্তু হয়নি শেষরক্ষা! স্বপ্নদীপের মৃত্যুর রাতে ভয়ঙ্কর কাণ্ড
সায়নী ঘোষ ও ব্রাত্য বসুর দাবি, ‘আজও সকালে ছয়জন গ্রেফতার হয়েছে। এটা একটা গ্যাংয়ের কাজ। কারও একার কাজ নয়। আজও সকালে ছয় জন গ্রেফতার হয়েছে।’ সায়নী মৃতের মাকে আশ্বাস দেন, ‘এখানে সারাক্ষণ চিকিৎসক ও সহকারী থাকবে আপনাদের অসুবিধা হবে না। আমরা দল থেকে ব্যবস্থা করে দেব।’ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভীষণ কষ্ট পেয়েছেন এই ঘটনায়। ছাত্রের মাকে জানান কাকলি ঘোষ দস্তিদার। বলেন, ‘উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের কাছে।’
advertisement
আরও পড়ুন: এ বছর ঠিক কোন সময়ে রাখি বাঁধলে ভাইয়ের জীবন ভরবে সুখ-সমৃদ্ধি-অর্থে? জানুন
তৃণমূলের সদস্যদের কাছে মৃতের মা বলেন, ‘আমার ছেলেটাকে ওরা কেড়ে নিল। আমার ছোট ছেলে আর যেতে চায় না কলকাতায়। ওদের শাস্তি চাই। আমার দীপ কোথায়? দীপকে ওরা কেড়ে নিয়ে গেল। আমার দীপকে ফিরিয়ে দাও। আমি কত কষ্ট করে ওকে মানুষ করেছি। আমাকে বলেছিল, আমি মা যাদবপুরে পড়ব তো? আমি বলেছিলাম পড়াব।’ মৃতের বাবার একটাই দাবি, ‘আমি আমার ছেলেকে তো আর ফেরত পাব না। আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কড়া শাস্তি চাই।’
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jadavpur Student Death Update: 'ছোট ছেলেকে নিয়ে ভয় পাবেন না, কলকাতায় পড়লে মুখ্যমন্ত্রী দেখবেন'! বাড়িতে গিয়ে আশ্বাস ব্রাত্য-চন্দ্রিমার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement