Jadavpur Student Deat: শেষ মুহূর্তে আরিফ নাকি যাদবপুরের ছাত্রকে বাঁচাতে হাত বাড়িয়েছিল, কাশ্মীরি সেই হস্টেলের 'দাদা'ও আজ গ্রেফতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jadavpur Student Death: ঠিক এক সপ্তাহ পরই বুধবার সেই আরিফকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।
কলকাতা: যাদবপুরের ধৃত মহম্মদ আরিফ জম্মুর বাসিন্দা। যাদবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া তিনি। গত বুধবার যাদবপুরের হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পরই শোনা গিয়েছিল জম্মু-কাশ্মীরের রুমমেট পড়ুয়া আরিফের কথা। জানা গিয়েছিল, সেই আরিফ শেষ মুহূর্তে ‘বন্ধুর’ প্রাণ বাঁচানোর জন্য হাত বাড়িয়েছিল। কিন্তু ঠিক এক সপ্তাহ পরই বুধবার সেই আরিফকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।
বন্ধুর এমন পরিণতির কথা শুনে চমকে উঠছেন মৃতের পরিবার পরিজনেরা। প্রশ্ন উঠছে, তাহলে কি র্যাগিংয়ের দলে থেকে পরে পরিস্থিতি বেগতিক দেখেই বাঁচাতে গিয়েছিলেন আরিফ? পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহম্মদ আরিফ, আসিফ আফজল আনসারি, অঙ্কন সরকার, অসিত সর্দার, সপ্তক কামিল্যা এবং সুমন নস্কর।
advertisement
আরও পড়ুন: ‘ছোট ছেলেকে নিয়ে ভয় পাবেন না, কলকাতায় পড়লে মুখ্যমন্ত্রী দেখবেন’! বাড়িতে গিয়ে আশ্বাস ব্রাত্য-চন্দ্রিমার
ধৃত মহম্মদ আরিফ জম্মুর বাসিন্দা যাদবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া, আসিফ আফজল আনসারি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার যাদবপুরের সংস্কৃতের প্রাক্তন ছাত্র, সপ্তক কামিল্যা এবং সুমন নস্করও যাদবপুরের প্রাক্তনী।
advertisement
আরও পড়ুন: পড়ে যাওয়ার মুহূর্তে হাত ধরেছিল কাশ্মীরি বন্ধু, কিন্তু হয়নি শেষরক্ষা!
ঠিক কী হয়েছিল মৃত্যুর রাতে ওই ছাত্রের সঙ্গে? কেন এমন ঘটনা ঘটল? জানা যায়, গত বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ ভারী কিছু পড়ার শব্দ পান হস্টেলের অন্য ছাত্ররা। তাঁরা ঘর থেকে বেরিয়ে দেখেন, নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ছাত্রটি। হস্টেল সূত্রে খবর, মৃত্যুর আগে অস্বাভাবিক আচরণ করছিলেন ওই ছাত্র। মনে করা হচ্ছে তাঁকে ভয়ঙ্কর র্যাগিং করা হয়েছিল। ঘটনার জোর কদমে তদন্ত করছে কলকাতা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 5:34 PM IST