TRENDING:

South 24 Parganas News: ডেঙ্গির প্রকোপ বাড়তেই সচেতন জয়নগর পুরসভা, সতর্ক করলেন ডাক্তারবাবুও

Last Updated:

গত ২০ শে জুলাই থেকে ২৮ শে জুলাই অবধি জয়নগর মজিলপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় ডেঙ্গি সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর : ১৫৪ বছরের প্রাচীন জয়নগর মজিলপুর পৌরসভাকে আবর্জনা মুক্ত শহর হিসাবে গড়ে তুলতে ও ডেঙ্গি মুক্ত রাখতে জয়নগর মজিলপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় ডেঙ্গি সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। গত ২০ শে জুলাই থেকে সপ্তাহব্যাপী সচেতনতা কাজ শুরু হয়েছে। শেষ হবে ২৮ শে জুলাই। জয়নগর মজিলপুর পৌর এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে, রাস্তার পাশে থাকা নোংরা আবর্জনা পরিস্কারের পাশাপাশি পৌর এলাকার নাগরিকদের এই বিষয়ে সচেতন করার কাজ করছে এই বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মচারীরা।
advertisement

জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল বলেন, “জয়নগর মজিলপুর পৌর এলাকাকে আবর্জনা মুক্ত শহর হিসাবে তুলে ধরতে পৌর নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ও ডেঙ্গি মুক্ত করতে ডেঙ্গি সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। এলাকার মানুষ ভালোই সাড়া দিচ্ছে। আমরা চাই প্রাচীন এই পৌরসভার ১৪ টি ওয়ার্ডই আবর্জনা মুক্ত, ডেঙ্গি মুক্ত থাকুক। তাই এই কাজে সবার সহায়তা দরকার। আর এই কাজ এক সপ্তাহ নয় আমরা সারা বছর ধরেই করে আসছি।”

advertisement

আরও পড়ুন ঃ বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

পাশাপাশি এ বিষয়ে এক চিকিৎসক তিনি জানান প্রশাসন যতটা মানুষের পাশে আছে তার সাথে নিজেকে সচেতন থাকতে হবে বরাবর। মূলত প্রথমে মানুষকে বাড়ির আশেপাশে কোথাও কোন জায়গাতে জল জমতে দেয়া যাবে না এবং আবর্জনার তো বেশি পড়ে থাকলে সাথে সাথে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। যাতে এই সমস্ত আবর্জনা গুলি তুলে নিয়ে যায়।

advertisement

View More

বাড়ির কোন ব্যক্তি যদি জ্বর আসে বা কোনরকম সমস্যা হয় সঙ্গে সঙ্গেস্থানীয় ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই বিষয়গুলি থেকে যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু ডেঙ্গিকে প্রতিরোধ করা যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডেঙ্গির প্রকোপ বাড়তেই সচেতন জয়নগর পুরসভা, সতর্ক করলেন ডাক্তারবাবুও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল