South 24 Parganas News: বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালের আবর্জনার স্তূপের কালো প্যাকেট থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষজন।
বারুইপুর : বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালে কালো প্যাকেটে আবর্জনার স্তূপে ছড়াচ্ছে দুর্গন্ধ, অতিষ্ঠ মানুষ। হাসপাতালের গেটের পাশেই কালো প্যাকেটে আবর্জনার স্তূপ। এর থেকেই তীব্র দুর্গন্ধে নাজেহাল আশপাশের এলাকার বাসিন্দারা থেকে শুরু করে রোগীর পরিবার। এমনই অবস্থা বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের।
অভিযোগ, স্থানীয় বারুইপুর পুরসভাকে জানালো হলেও হয়নি কোনও পরিষ্কার। এই প্রসঙ্গেই হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, পুরসভাকে এই ব্যাপারে জানানো হয়েছে। তাঁদের গাড়ির কিছু সমস্যা রয়েছে। তবে দ্রুত পরিষ্কারের আশ্বাস মিলেছে। বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, এই আবর্জনা সরানোর দায় হাসপাতালেরই।
advertisement
advertisement
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের গেটে ঢোকার পাশেই পড়ে আছে আবর্জনার স্তূপ। যা কালো প্ল্যাস্টিকে ভরা। কিছু প্ল্যাস্টিক ব্যাগ রাস্তাতেও চলে এসেছে। এর থেকেই দুর্গন্ধ ভরে গিয়েছে চারদিক। এই নিয়ে হাসপাতাল কতৃপক্ষকেও প্রতিদিন রোগীর পরিবার-পরিজনেরর কাছ থেকে কটু কথা শুনতে হচ্ছে।
বারুইপুর হাসপাতাল সংলগ্ন এই এলাকা ৪ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। স্থানীয় গৃহবধূ সুস্মিতা সেন বলেন, “আমাদের বাড়ি হাসপাতালের সামনেই।দুই মাস ধরে কোনও পরিষ্কার করা হচ্ছে না। দুর্গন্ধের কারণে আমরা ঘরের জানালা খুলতে পারছি না। ঘরের বয়স্ক অসুস্থ মানুষজন আছেন। তাঁদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে পোকা মাকড় ভর্তি হয়ে যাচ্ছে। নিয়মিত পরিষ্কার না করার জন্যই এই অবস্থা।”
advertisement
বারুইপুর হাসপাতাল সংলগ্ন এই এলাকাতেই থাকেন আর এক গৃহবধূ বৈশাখী মজুমদারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “খুব সমস্যা হচ্ছে এই আবর্জনা পড়ে থাকায়। কবে যে পরিষ্কার হবে তা কেউ জানে না। পুরসভা থেকে নিয়মিত পরিষ্কার করা হয় না। এতেই রোগ বাড়ছে।”
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2023 6:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী







