ট্রলার ভর্তি ইলিশ আসছে! হু হু করে দাম কমবে এবার, চলে আসবে মধ্যবিত্তের নাগালে
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
Hilsha fish: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইলিশের দাম হবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।
কাকদ্বীপ: এবছর জালে ইলিশ আসবে এমনই মনে করেছিলেন মৎস্যজীবীরা। তবে এত পরিমাণ ইলিশ আসবে তা ভাবতে পারেননি কেউই। গত কয়েক সপ্তাহের রেকর্ড ভেঙে এক একটি ট্রলারে ২ থেকে ৩ মন ইলিশ আসছে।
গত দুদিনে প্রায় দুই হাজার টনের বেশি ইলিশ ধরা পড়েছে । এই মুহূর্তে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমার বিভিন্ন ঘাটগুলিতে চরম ব্যস্ততা। প্রতিটা ট্রলার সমুদ্র থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ক্যারেট করে ইলিশ মাছ নিয়ে আসছে।
আরও পড়ুন- বয়স ৯১ তাতে কী হয়েছে! এই বয়সেও গ্রামের মানুষদের পাশে গৌরি দেবী
মৎস্যজীবী ইউনিয়নগুলির তরফে জানানো হয়েছে, গত ৪ বছর পর এত পরিমাণ ইলিশের দেখা মিলেছে। দীর্ঘদিন পরে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে রেকর্ড পরিমান মাছ আসা সম্ভাবনা তৈরি হওয়ায়। বাজারে চাহিদার থেকে বেশি মাছ উঠতে চলেছে।
advertisement
advertisement
আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। ইলিশের দাম মধ্যবিত্তের নাগালে চলে আসবে বলে জানিয়েছেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র।
আরও পড়ুন- শুধু টাকা নয়, জামাও নিয়ে পালিয়েছে চোরের দল! মাথায় হাত গৃহস্থের
মূলত ভারী বৃষ্টি না হওয়া এই বিপুল সংখ্যক ইলিশ ধরা পড়ার জন্য দায়ী। হালকা বৃষ্টি হলেই ইলিশ গভীর সমুদ্র ছেড়ে খাঁড়ির দিকে চলে আসে। ঠিক তখনই এই ইলিশ ধরা পড়ে। এখন দেখার আর কতটা ইলিশ পড়ে জালে!
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
ট্রলার ভর্তি ইলিশ আসছে! হু হু করে দাম কমবে এবার, চলে আসবে মধ্যবিত্তের নাগালে