পদ্মেরহাট রমাকান্ত বাটির হাজার হাজার পরিবার নিজস্ব জমিতে লিচু চাষ করে সচ্ছল হয়ে উঠছে। এই এলাকায় প্রচুর পরিমাণে লিচু চাষ হয়। জায়গাটি লিচু এলাকা নামেই পরিচিত হয়ে গেছে। সাধারণত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পেয়ারার খ্যাতির কথা সকলেই জানেন। কিন্তু জয়নগরের পদ্মেরহাটে যেভাবে রাস্তার দু'ধারজুড়ে সার সার লিচুবাগান গড়ে উঠেছে তাতে এই জেলা লিচু চাষেও দ্রুত খ্যাতির শিখরে উঠে এসেছে।
advertisement
আরও পড়ুন: ক্লাসে সাপ ঘুরে বেড়ায়, টিনের চাল থেকে টপে পড়ে জল! বেহাল দশা প্রাথমিক স্কুলের
বর্তমানে এই এলাকার লিচু রাজ্যের বাইরেও রফতানি হচ্ছে। ফলে এখানকার লিচু চাষিদের আয়ও বেড়েছে। আর কয়েকদিন পরই এখানকার লিচু গাড়ি ভর্তি হয়ে পাড়ি দেবে শহর কলকাতার উদ্দেশ্যে। পাশাপাশি দেশের অন্যন্য রাজ্যেও রফতানি হবে। এমনকি বিদেশেও রফতানি হচ্ছে এই লিচু। আর পুরোটাই হয়েছে লিচু গাছ লিজ দেওয়া বন্ধ করে স্থানীয় চাষিরা নিজেরাই চাষ করায়। ফলে দ্রুত জয়নগরের এই এলাকার অর্থনীতি বদলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাতে হাসি ফুটেছে চাষিদের মুখে।
সুমন সাহা