মূলত নদী তীরবর্তী এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে বলে খবর।জলজ আর্যারা কিভাবে কাজ করে, মূলত মহিলাদের নিয়ে বিভিন্ন হাতের কাজের জিনিসপত্র তৈরি করে তারা। এছাড়াও তারা তৈরি করেন পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন। যেগুলি ২ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।
এছাড়াও কাপড়ের ব্যাগ, জামা-সহ অন্যান্য জিনিসপত্রও তৈরি করেন তাঁরা। জামকাপড়ে তাঁরা হাতে তৈরি বিভিন্ন নকশা ব্যবহার করেন। যেগুলি সহজে নষ্ট হবে না বলে তাঁরা জানিয়েছেন। এই জলজ আর্যরা বিভিন্ন জায়গায় স্টল দিয়ে তাদের উৎপাদিত জিনিসপত্রের প্রদর্শন করছেন।
advertisement
ডায়মন্ডহারবারের মশাটে এই জলজ আর্যার কাজের জন্য ট্রেনিং সেন্টার করা হয়েছে। সেখানে থাকা এক মহিলা সুপর্ণা কয়াল জানিয়েছেন, ট্রেনিং পাওয়ার পর অনেক মহিলা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে তাঁরা নিজেরাই স্বনির্ভর হতে পারছেন।
মূলত নদী তীরবর্তী এলাকার মানুষজনের জন্য এই কাজ করা হচ্ছে। আগামী দিনে এই কাজ আরও প্রসার লাভ করবে বলে জানিয়েছেন তাঁরা। আপাতত তাঁরা স্যানিটারি ন্যাপকিন, জাঙ্ক জুয়েলারি, শাড়ি, ব্যাগের মতো জিনিসপত্র তৈরি করছেন বলে তিনি জানিয়েছেন।
নবাব মল্লিক





