আরও পড়ুন: ‘পরের বছর ১৫ অগাস্ট আবার আসব, কাজের হিসাব দেব!’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদির
মইপিঠ থেকে ধর্মতলা বাস পরিষেবা চালু হওয়ায় সুন্দরবনের মানুষের কলকাতায় পৌঁছনো অনেকটাই সহজ হয়ে গেল। এর ফলে কলকাতায় আসার জন্য আগের দিন রাতে আর তাঁদের বাড়ি থেকে বের হতে হবে না। এবার দিনের দিন সকালে বাড়ি থেকে বের হলেই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবেন। এতে যাতায়াতের খরচও কমবে অনেকটা।
advertisement
সুন্দরবনের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ গড়ে তোলার জন্য পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের মৈপিঠ থেকে ধর্মতলা এই বাস পরিষেবা চালু হয়েছে। যার উদ্বোধন হল মঙ্গলবার। এরফলে মাত্র ৮৭ টাকা ভাড়া দিয়ে সুন্দরবন থেকে সোজা কলকাতায় পৌঁছে যাওয়া যাবে। এদিন সকাল ৬ টায় মইপিঠ থেকে প্রথম বাস ছাড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এবং কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। আগামী দিনে পর্যটকদের সুবিধার জন্য মইপিঠে একটি বাস টার্মিনাল সহ সরকারি রিসোর্ট গড়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিবহণ প্রতিমন্ত্রী।
সুমন সাহা