আরও পড়ুন: শুরু সুন্দরবনে বাঘ গণনার কাজ, বেড়েছে সংখ্যা আশা বনবিভাগের
কিন্তু কদম ফুল বর্ষাকালে ফোটে। শীতের শুরুতে এই ফুলের অভাব থাকায়, শোলার ফুল দেওয়া হয়। সেজন্য বাড়িতে বাড়িতে শোলার কদম ফুল নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। এই কদম ফুল শুধুমাত্র এই রাস উৎসবের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। দাম মাত্র ১০ টাকা, রাস উৎসবের আগে বাজারে, পথের ধারে এই ফুল বিক্রেতাদের দেখতে পাওয়া যায়। অধিকাংশ শোলার এই কদম ফুল বিক্রেতার দাবি, সারাবছর এই ফুল তৈরি করতে হয় তাদের।
advertisement
আরও পড়ুন: যানজটে নাকাল জয়নগর থেকে বারুইপুরের ২৫ কিলোমিটার রাস্তা
কিন্তু বিক্রি শুধুমাত্র রাস উৎসবের আগে হয়। দামও খুব একটা বেশি নয়। কিন্তু অধিকাংশ ব্যক্তি এই ফুল কেনায় লাভ ভালোই হয় বলে জানিয়েছেন তাঁরা। রাস উৎসবের আগে সবাই বাড়িতে নিয়ে যায় এই ফুল, আপনিও এবছর না নিয়ে গেলে, তাড়াতাড়ি কিনে ফেলুন এই শোলার কদম ফুল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আপানার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবেই, সেই সঙ্গে মিলবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ।
নবাব মল্লিক