TRENDING:

South 24 Parganas News: ঘূর্ণিঝড় মোকার আশঙ্কায় আম, পেড়ে নেওয়ার জন্য হিড়িক জেলায় 

Last Updated:

বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোকা। আর তাতেই ঘুম ছুটেছে আম চাষিদের মধ্যে। তড়িঘড়ি গাছ থেকে আম পেড়ে নেওয়ার হিড়িক পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে আবারও ঘূর্নিঝড়ের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দফতর। বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোকা। আর তাতেই ঘুম ছুটেছে আম চাষিদের মধ্যে।
South 24 Parganas News: ঘূর্ণিঝড় মোকার আশঙ্কায় আম, পেড়ে নেওয়ার জন্য হিড়িক জেলায় 
South 24 Parganas News: ঘূর্ণিঝড় মোকার আশঙ্কায় আম, পেড়ে নেওয়ার জন্য হিড়িক জেলায় 
advertisement

এর আগেও বেশ কয়েকবার সুন্দরবনের মাটিতে কখনও আম্ফান, কখনও ফনী আবার কখনও বুলবুল বা ইয়াস আছড়ে পড়েছে।তাতে চাষবাস, গাছাপালার যেমন ক্ষতি হয়েছে তেমন ক্ষতি হয়েছে ফলের।বিশেষ করে ঝড়ের দাপটে আম,কাঠাল, লিচু, লেবুর দফারফা হয়েছে বারবার।তাই নতুন করে যে ঘূর্ণীঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে তার হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই মাঠ থেকে ধান, বাগান থেকে আম তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন এলাকার চাষীরা।প্রতিটি ঝড়েই বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পড়েন সুন্দরবনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

advertisement

বছর খানেক আগে মে মাসে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় অশনি। তার বর্ষপূর্তি হওয়ার আগেই শোনা যাচ্ছে মোকার পদধ্বনি। গত মাসে বেশ কয়েক দফায় কালবৈশাখী দেখা দিয়েছিল দক্ষিণ ২৪পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা তে।দক্ষিণ ২৪ পরগণার প্রচুর পরিমাণে আমবাগান আছে। যেগুলি থেকে ফি বছর প্রচুর রসালো সুস্বাদু ফল পাওয়া যায়। এবছর আমের বাম্পার ফলন হয়েছে।

advertisement

আরও পড়ুন:  Salman-Aishwarya Love Affair: সলমন ঐশ্বর্যকে বাদ দিয়ে ক্যাটরিনাকে নিয়ে প্রবেশ পরিচালকের ঘরে, তোলপাড়! ছবি বন্ধ

View More

এখন গাছ ভর্তি ডাঁশা আম। কয়েকবার বৃষ্টি পেয়ে আম বেশ রসালো ও সুস্বাদু হয়েছে। তবে ঘূর্ণিঝড় হলে আম বাঁচানো যাবে না। বোঁটা ছিঁড়ে মাটিতে পড়ে যাবে। তাই এখন থেকেই সাধারণ চাষী ও ব্যবসায়ীরা আম পেড়ে নিচ্ছেন গাছ থেকে। ইতিমধ্যেই হিমসাগর, ল্যাংড়া, কিষানভোগ আম পাড়া শুরু হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: South 24 Parganas News: বনবিবির মন্দিরে মানত পূরণ! বেঁচে ফিরলেই জঙ্গলে মোরগ ছাড়েন মধু সংগ্রহকারীরা

এ প্রসঙ্গে এক আম ব্যবসায়ী বলেন, ‘সবে কারবাইডের মাধ্যমে আম পাকানো শুরু হয়েছে। পাইকারি কুড়ি থেকে তিরিশ টাকা কিলো আমের দাম পাওয়া যাচ্ছে। এখন ঝড় এলে ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই আগে থেকে আম পেড়ে বাজারে বিক্রি করা হচ্ছে। যতটা খরচের পয়সা ঘরে তোলা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঘূর্ণিঝড় মোকার আশঙ্কায় আম, পেড়ে নেওয়ার জন্য হিড়িক জেলায় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল