TRENDING:

Illegal Tree Cutting: তাপপ্রবাহের মধ্যেই কাকদ্বীপে কেটে ফেলা হল হাজার হাজার গাছ!

Last Updated:

Illegal Tree Cutting: তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। পরিবেশবিদদের মতে যথেচ্ছ হারে গাছ কেটে নেওয়ার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। এর‌ই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবকালীনগরে প্রায় হাজারের কাছাকাছি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরমে যখন সবাই গাছ লাগানোর কথা বলছে ঠিক তখন‌ই কাকদ্বীপে কেটে ফেলা হল হাজার হাজার গাছ। সেই ছবি দেখে আঁতকে উঠছেন অনেকেই। ‌এমন যদি অবস্থা হয় তবে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করে দিচ্ছেন পরিবেশপ্রেমীরা।
এভাবেই নির্বিচারে কাটা হয়েছে গাছ
এভাবেই নির্বিচারে কাটা হয়েছে গাছ
advertisement

তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। পরিবেশবিদদের মতে যথেচ্ছ হারে গাছ কেটে নেওয়ার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। এর‌ই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবকালীনগরে প্রায় হাজারের কাছাকাছি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। রাস্তার পাশে সরকারিভাবে লাগানো সোনাঝুরি গাছ কাটা শুরু হয় প্রথমে। তারপর সেই গাছ কাটার পর পাচারও হয়ে যাচ্ছিল। এলাকার মানুষ সব দেখেও ভয়ে চুপচাপ ছিল। এরপর কাকদ্বীপের বাসিন্দা তথা বিজেপি নেতা দীপঙ্কর জানা লিখিতভাবে অভিযোগ করেন কাকদ্বীপের বিডিও, এসডিও ও হারুড পয়েন্ট উপকূল থানায়।

advertisement

আর‌ও পড়ুন: মোষের পিঠে চেপে মনোনয়ন পেশ কুড়মি প্রার্থী অজিতের! রইল ভিডিও

বিজেপি নেতার থেকে অভিযোগ পাওয়ার পর সমন্বিত ফেরে পুলিশের। ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করে তারা। সবকিছুর পরও প্রশ্ন উঠছে, সরকারিভাবে লাগানো এই গাছ কার অনুমতিতে কাটা হচ্ছিল। বন দফতরের অনুমতি ছিল কিনা সেটাও স্পষ্ট নয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হল পরিবেশ ক্রমশ চরম হয়ে উঠলেও প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ, কারোর মধ্যেই বিশেষ একটা সচেতনতা দেখা যাচ্ছে না।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Illegal Tree Cutting: তাপপ্রবাহের মধ্যেই কাকদ্বীপে কেটে ফেলা হল হাজার হাজার গাছ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল