Lok Sabha Election 2024: মোষের পিঠে চেপে মনোনয়ন পেশ কুড়মি প্রার্থী অজিতের! রইল ভিডিও
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Lok Sabha Election 2024: রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়। কাড়ার পিঠে চেপে মনোনয়নপত্র দাখিলে সামিল হন বহু কুড়মি যুবক। বহু কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। একবারে হলুদ রাঙা মিছিল হয়ে ওঠে গোটা রাঁচি রোড
পুরুলিয়া: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। প্রচার , মিটিং মিছিলে ঝড় তুলছে শাসক-বিরোধী প্রার্থীরা। শুধু মিটিং, মিছিল করেই প্রচারই নয়, এবার অভিনবত্ব দেখা যাচ্ছে মনোনয়ন দাখিলের ক্ষেত্রেও। এই প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেছে বাংলার পশ্চিমাঞ্চলের কুড়মি সমাজ। প্রায়দিনই অভিনব প্রচার মিটিং, মিছিল দেখা যাচ্ছে তাঁদের। আর এবার মনোনয়নের ক্ষেত্রেও দেখা গেল এক অন্যরকম দৃশ্য। পুরুলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে করম ডালা, ঘোড়া নাচ, করম নাচ, মোরগ , ভেড়া (মোষ) নিয়ে কাড়ার পিঠে চেপে মনোনয়ন জমা দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কুড়মি প্রার্থী অজিত প্রসাদ মাহাত।
আরও পড়ুন: SSC রায়ে ১১ জনের চাকরি গিয়েছে, সাড়ে পাঁচ হাজার পড়ুয়ার স্কুলে এখন মোটে ৩০ জন শিক্ষক!
পুরুলিয়ার ঐতিহ্য কাড়া লড়াই। আর এই ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতেই এই অভিনব পদ্ধতিতে মনোনয়ন দাখিল করলেন কর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাত। এদিন রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়। কাড়ার পিঠে চেপে মনোনয়নপত্র দাখিলে সামিল হন বহু কুড়মি যুবক। বহু কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। একবারে হলুদ রাঙা মিছিল হয়ে ওঠে গোটা রাঁচি রোড চত্ত্বর। এই বিষয়ে প্রার্থী অজিত প্রসাদ মাহাত বলেন, পুরুলিয়ার শিল্প সংস্কৃতিতে কাড়া লড়াই অন্যতম। সেই ঐতিহ্য তুলে ধরতেই এমন সিদ্ধান্ত।
advertisement
advertisement
প্রথমবার ভোটের ময়দানে দাঁড়ালেও নিজের জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী বলে জানিয়েছেন অজিত প্রসাদ মাহাত। মানুষের সাড়াও যথেষ্ট ভাল পাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, কাড়া খুবই শান্ত। এই কাড়া নিয়ে প্রচারও হয়েছে। সকালবেলা খাবার, জল খাইয়ে কাড়াকে নিয়ে আসা হয় মনোনয়নের জন্য। এই কাড়ার বয়স ১২ বছর।
advertisement
ভোট বিশেষজ্ঞদের হিসেব বলছে, এবারের লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের অন্যতম নির্ণায়ক শক্তি হতে পারেন কুড়মি সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাত। তারই যেন ছাপ দেখা গেল মনোনয়ন পেশকে কেন্দ্র করে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: মোষের পিঠে চেপে মনোনয়ন পেশ কুড়মি প্রার্থী অজিতের! রইল ভিডিও