বৃষ্টি শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথরপ্রতিমার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে জলের রুপোলি শস্য। গতকাল নামখানায় প্রথম ১০ টন ইলিশ সহ মৎস্যবন্দরে ফেরে বেশ কয়েকটি ট্রলার।
রাতে আরও ট্রলার ফিরতে শুরু করে, পরে সর্বমোট হিসাব করে দেখা যায় মোট মাছ ২০০০ টনেরও বেশি। এর প্রভাব পড়েছে ইলিশের দামের উপর। একধাক্কায় ইলিশের দাম নেমেছে ৭০০ এর নীচে। কোথাও কোথাও ৬০০ তেও মিলছে এই মাছ।
advertisement
আরও পড়ুন:
বঙ্গোপাসাগরে বৃষ্টি ও পুবালী বাতাস থাকায় ইলিশে ঝাঁকের দেখা মিলেছে।
ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের মাছের আড়ত ঘুরে যা পৌঁছে যাবে কলকাতা সহ রাজ্যের বাজারে। গত ১৫ জুন থেকে ইলিশ ধরার মরশুম শুরু হলেও এবার সেভাবে ইলিশ ধরা পড়েনি। ফলে লোকসানের মুখে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের। অবশেষে রুপোলি শস্য জাল ভরে যাওয়ায় খুশি ট্রলার মালিক থেকে মৎস্যজীবী। যেভাবে বৃষ্টি চলছে আগামী দিনে মনে করা হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে মৎস্যজীবীরা। ফলে আগামী কয়েকদিনে আরও মাছ আসতে চলেছে বাজারে এমনি অনুমান করছেন সকলে।
নবাব মল্লিক